Business

1 year ago

Market: কলকাতায় অনেক বেশি পদ্মার ইলিশ!

Hilsa Fish (File Picture)
Hilsa Fish (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ওপার বাংলা থেকে এপার বাংলায় আসতে পারে অন্য বছরের তুলনায় বেশি ইলিশ। এমনটাই আশা করছেন কলকাতার মাছ ব্যবসায়ীরা। প্রতি বছরই বাংলাদেশ থেকে পুজোর আগে মাছ আসে এ রাজ্যে। বাংলাদেশ থেকে রুপোলি শস্য আমদানি করা হয় এপার বাংলায়। এক্ষেত্রে কিছু দিনের জন্য বাংলাদেশ সরকার নির্দিষ্ট পরিমাণ ইলিশ পশ্চিমবঙ্গে আনার অনুমতি দেওয়া হয়।

আগের বছর 30 দিনের মেয়াদে 2900 টন ইলিশ মাছ আনার অনুমতি দিয়েছিল। কিন্তু কার্যক্ষেত্রে দেখা যাচ্ছে অনুমতি থাকলেও শুধুমাত্র সময়ের অভাবে বিপুল পরিমাণে মাছ এদেশে নিয়ে আসতে পারেননি ব্যবসায়ীরা। শুধু আগের বছর নয়, গত কয়েক বছরে একই ঘটনার পুনরাবৃত্তি ঘটেছে বলে জানাচ্ছেন ব্যবসায়ীরা। আর সেই কারণেই, এবার একেবারে শুরু থেকেই কোমর বাঁধছেন ব্যবসায়ীরা।


You might also like!