Business

1 year ago

Gold and Silver Price Today:শনিবার সোনায় সোহাগা, দাম বাড়ল রুপোর

Gold Price
Gold Price

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃশনিবার বাজার খুলতেই স্বস্তি, দাম কমল সোনার (Gold and Silver price)। এদিন ২২ ক্যারেট, ১০ গ্রাম সোনার দাম ৩০০ টাকা কমে ৫৫,৪০০ টাকা। একইভাবে ২৪ ক্যারেট ১০ গ্রাম সোনা ৩১০ টাকা কমে ৬০,৪৪০ টাকা ।

শনিবার সোনা রুপোর দাম কত 

১ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম ৫৫,৪০ টাকা

১০০ গ্রাম সোনার ২২ ক্যারেট সোনার দাম ৫,৫৪,০০০ টাকা

১ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬০৪৪ টাকা

১০০ গ্রাম সোনার ২৪ ক্যারেট সোনার দাম ৬,০৪৪,০০ টাকা

রুপোর দাম অবশ্য বেড়েছে শনিবার। ১ কেজি রুপোর বাটের দাম ১৫০০ টাকা বেড়ে হয়েছে ৭৯,৯০০ টাকা।



You might also like!