Business

1 year ago

Elon Musk : টেসলার ৩.৬ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করলেন মাস্ক

Elon Musk
Elon Musk

 

ওয়াশিংটন, ১৫ ডিসেম্বর  : টেসলার প্রধান নির্বাহী ইলন মাস্ক আরও ৩ দশমিক ৬ বিলিয়ন ডলারের শেয়ার বিক্রি করেছেন। বুধবার তিনি এই পরিমাণ অর্থের শেয়ার বিক্রি করেন। মার্কিন সিকিউরিটিজ এ জমা দেওয়া নথির উল্লেখ্য করে এমনটাই জানাইয়েছে বার্তা সংস্থা রয়টার্স । এতে বলা হয়েছে, মাস্ক সোমবার থেকে বুধবার পর্যন্ত ২২ মিলিয়ন শেয়ার বিক্রি করেছেন। অক্টোবরে ৪৪ বিলিয়ন ডলার খরচ করে টুইটার কেনার পর দ্বিতীয়বারের মতো এত বিশাল পরিমাণে শেয়ার বিক্রি করলেন তিনি।

এটি এখনও পরিষ্কার নয় যে, টুইটার কেনার সঙ্গে এই শেয়ার বিক্রির কোনও সংযোগ রয়েছে কি না। মাস্কের এসব কর্মকাণ্ড বিনিয়োগকারীদের হতাশ করছে। তারা ভাবছেন, টেসলার চেয়ে টুইটারে গুরুত্ব দেওয়া শুরু করেছেন তিনি। আইজি মার্কেটের বিশ্লেষক টনি সিকামোর বলছেন, ব্যবসায় এটি আত্মবিশ্বাস দেয় না। এটি ভালো পরিস্থিতিও নয়। আমি অনেক বিনিয়োগকারীর সঙ্গে কথা বলেছি যাদের টেসলা শেয়ার রয়েছে। তারা ইলনের ওপর ক্ষুব্ধ। প্রসঙ্গত, টেসলায় মাস্কের ১৩ দশমিক ৪ শতাংশ শেয়ার রয়েছে। যা গত বছরও ছিল ১৭ শতাংশ।

You might also like!