দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সংস্থাটির পক্ষ থেকে 5.99 লক্ষ টাকা (এক্স শোরুম, দিল্লি) মূল্যে এই নতুন চারচাকা দেশের বাজারে লঞ্চ করা হয়েছে। ফিচারের উপর ভিত্তি করে গাড়িটির সর্বোচ্চ দাম 9.31 লক্ষ টাকা (এক্স শোরুম)। ভারতের গাড়ির বাজারে এন্ট্রি-লেভেল SUV সেগমেন্টে এই নতুন গাড়িটি বিক্রি হবে।
দেশের এন্ট্রি লেভেল এসইউভি সেগমেন্টে বিগত কয়েক বছর ধরে আধিপত্য বজায় রেখেছে টাটা পাঞ্চ। ওয়াকিবহাল মহলের একাংশের ধারণা, হুন্ডাই এক্সটার সরাসরি টাটা মোটরসের পক্ষ থেকে নির্মিত এসইউভি পাঞ্চ-এর সঙ্গে দেশের গাড়ির বাজারে প্রতিযোগিতা করতে চলেছে। মূলত এই সেগমেন্টে টাটাকে চ্যালেঞ্জ করতেই হুন্ডাই-এর পক্ষ থেকে এক্সটার লঞ্চ করা হয়েছে। হুন্ডাই-এর এই নতুন মডেলটি ম্যানুয়াল এবং অটোমেটিক ভেরিয়েন্টের সঙ্গে একটি 1.2 লিটারের পেট্রল ইঞ্জিনের মাধ্যমে চালিত হয়। তবে গ্রাহকেরা এক্সটারের ক্ষেত্রে সিনজি চালিত সংস্করণেরও একটি বিকল্প পাবেন।
গাড়িটির ফাইভ-স্পিড ম্যানুয়াল ট্রিম সহ বিকল্পটি প্রতি লিটার পিছু 19.4 কিলোমিটার পর্যন্ত চলতে সক্ষম বলে প্রস্ততকারী সংস্থার পক্ষ থেকে দাবি করা হয়েছে। ফাইভ-স্পিড অটোমেটিক সংস্করণটির দাম করা হয়েছে 7.96 লক্ষ টাকা। যা লিটার পিছু 19.2 কিলোমিটার পর্যন্ত পরিষেবা প্রদান করতে সক্ষম। অন্যদিকে সিএনজি সংস্করণটির দাম করা হয়েছে 8.23 লক্ষ টাকা। কোম্পানির পক্ষ থেকে জানানো হয়েছে, এক্সটারের কম্প্রেসড ন্যাচরাল গ্যাসে চালিত সংস্করণটির কার্যক্ষমতা প্রতি কেজি সিএনজি পিছু 27.1 কিলোমিটার হবে।
নতুন গাড়িটিতে একাধিক চমকপ্রদ বৈশিষ্ট্য রয়েছে। গ্রাহকেরা হুন্ডাই এক্সটারে 391 লিটারের বুট স্পেস, 185 মিলি মিটার গ্রাউন্ড ক্লিয়ারেন্স, ডুয়েল ক্যামেরা সহ ড্যাশ ক্যাম, বৈদ্যুতিক সানরুফ, ছয়টি এয়ারব্যাগ সহ আরও বিভিন্ন বৈশিষ্ট্য পাবেন। অত্যন্ত কম দামের বিপরীতে এইরকম উন্নত বৈশিষ্ট্যগুলির কারণে ইতিমধ্যেই গ্রাহকদের মধ্যে বিপুল জনপ্রিয়তা অর্জন করেছে এক্সটার। বর্তমানে ভারতীয় গাড়ির বাজারে এই গাড়িটিই সবথেকে কম দামের এসইউভি মডেল।
এই বিষয়ে Hyundai-এর ম্যানেজিং ডিরেক্টর এবং সিইও উনসো কিম লঞ্চিং ইভেন্টে জানিয়েছেন, “Exter-এর সঙ্গে, হুন্ডাই এখন দেশের একটি পূর্ণ-রেঞ্জ SUV প্রস্তুতকারক হয়ে উঠেছে। মডেলটি তৈরি করার পিছনে কোম্পানির পক্ষ থেকে প্রায় 950 কোটি টাকা বিনিয়োগ করা হয়েছে।"
একইভাবে এই প্রসঙ্গে হুন্ডাই মোটর ইন্ডিয়ার চিফ অপারেটিং অফিসার তরুণ গর্গ জানিয়েছেন, "এক্সটারের মডেলটির মাধ্যমে সামগ্রিক SUV পোর্টফোলিওকে শক্তিশালী করার উদ্দেশ্যে কোম্পানি গাড়িটির উৎপাদন বৃদ্ধি করবে।" তাঁর অনুমান, এক্সটার লঞ্চের সঙ্গে এন্ট্রি লেভেল এসইউভি সেগমেন্টে হুন্ডাইয়ের গাড়ির বিক্রি প্রতি মাসে 20,000-22,000 ইউনিট হতে চলেছে।