Business

1 year ago

Market : বাজারে আগুন!! ১০০ টাকা পটল, মাথায় হাত মধ্যবিত্তের

market
market

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  শীতের মরশুম শেষ। বাজারে কিছু সবজির দাম বেশ সস্তা। আলু থেকে শুরু করে ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, কুমড়োর দাম এখন নিম্ন মধ্যবিত্তের নাগালের মধ্যেই রয়েছে। তবে কয়েকটি সবজির দাম কম থাকলেও বাজারে চড়া দামে বিকোচ্ছে এঁচড়, পটলের মতো বিভিন্ন সবজি।

বাজারে উঠেছে নতুন পটল। তাই দাম বেড়েছে পটলের। প্রতি কেজি পটলের দাম ৯০-১০০ টাকা। বাজারের খুচরো ব্যবসায়ীদের কথায়, পাইকারি বাজারে দাম বেড়ে যাওয়ায় বেশি দামে পটল বিক্রি করতে হচ্ছে তাদেরও। যদিও এই দাম বৃদ্ধির কারণ খুঁজে পাচ্ছেন না ক্রেতারা।

বর্তমান সবজির বাজার মূল্য

এঁচড় প্রতি কেজি ৫০-৬০ টাকা।

কাঁচা লঙ্কা প্রতি কেজি ৬৫-৭০ টাকা। 

বাঁধাকপি প্রতি কেজির দাম ১৫ টাকা।

ফুলকপির প্রতি পিস ১০ টাকা।

বেগুন, কুমড়ো প্রতি কেজি ৩০ টাকা।

সিম, পেঁপে, টমেটোর প্রতি কেজি ২০ টাকা। 


মাছ - মাংসের বাজারেও আগুন ছোঁয়া। সেই অর্থে সস্তা রয়েছে ডিম। বর্তমানে ডিমের পিস বিক্রি হচ্ছে পাঁচ টাকা।

রুই মাছ প্রতি কেজি ১৮০-২০০ টাকা। 

কাতলা মাছ ৩৫০ টাকা কেজি।

কই মাছ প্রতি কেজি ৪০০ টাকা । 

বাগদা চিংড়ির কেজি ৩৫০ টাকা।

লোটে মাছ ১২০ টাকা কেজি। 

ছোট পাবদা ৩০০ টাকা কেজি ।  

গোটা মুরগির কেজি ১৩০-১৩৫ টাকা।

চিকেনের প্রতি কেজি ২০০ টাকা।

মাটনের কেজি ৭৩০-৮০০ টাকা।


You might also like!