Business

1 year ago

FD Interest:জুনে এই ব্যাংকগুলিতে স্থায়ী আমানতে সুদ বাড়েছে

FD Interest
FD Interest

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃজুন মাসেও একাধিক ব্যাঙ্ক স্থায়ী আমানতে সুদের হার সংশোধন করেছে। সেগুলি নিম্নে উল্লেখ করা হল।

IndusInd Bank

এই বেসরকারি ব্যাঙ্কে ষাট অনূর্ধ্বরা 3.5 থেকে 7.75 শতাংশ পর্যন্ত সুদের হার পাবেন। দুই কোটি টাকার কম আমানতে মিলবে এই সুদের হার। এক বছর ছয় মাস থেকে দুই বছরের মেয়াদে এই ব্যাঙ্কে মিলছে 7.75 শতাংশ সুদের হার। জানা গিয়েছে, ওই মেয়াদে বিনিয়োগ করলে প্রবীণ নাগরিকরা পাবেন 8.25 শতাংশ সুদ। দুই বছর থেকে তিন বছরের কম সময়ের মেয়াদে পাওয়া যাবে 7.5 শতাংশ সুদের হার। প্রবীণদের ক্ষেত্রে ওই মেয়াদে ব্যাঙ্ক কর্তৃপক্ষ দিচ্ছে 8 শতাংশ সুদ।

Unity Small Finance Bank

এই স্মল ফিনান্স ব্যাঙ্কে দুই বছরের কম মেয়াদে ফিক্সড ডিপোজিটে পাবেন উচ্চ সুদের হার। 14 জুন ব্যাঙ্ক কর্তৃপক্ষ এই প্রকল্পে সুদ পরিবর্তন করেছে। 18 মাস থেকে 1000 দিনের জন্য বিনিয়োগে পাওয়া যাবে 7.40 শতাংশ সুদ। তবে প্রবীণরা পাবেন 7.90 শতাংশ সুদের হার। 1001 দিনের জন্য বিনিয়োগের ক্ষেত্রে পাবেন 9 শতাংশ সুদের হার। এই মেয়াদে ষাট পেরোলে মিলবে 9.5 শতাংশ।

RBL Bank

এই ব্যাঙ্কে 1 জুন থেকে সুদ পরিবর্তন করা হয়েছে। 453 দিন থেকে 24 মাসের কম সময়ের জন্য বিনিয়োগের ক্ষেত্রে আপনি এই ব্যাঙ্কে পাবেন 7.80 শতাংশ সুদ। প্রবীণদের ক্ষেত্রে মিলবে 8.30 শতাংশ সুদের হার। 24 থেকে 36 মাসের কম সময়ের জন্য পাওয়া যাবে 7.50 শতাংশ সুদ। প্রবীণরা পাবেন 8 শতাংশ সুদের হার।

Karur Vysya Bank

গত 15 জুন থেকে এই ব্যাঙ্কও তাদের ফিক্সড ডিপোজিটে সুদের হার পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। বর্তমানে ষাট অনূর্ধ্ব বিনিয়োগকারীরা এই ব্যাঙ্কে পাবেন 4 থেকে 7.30 শতাংশ সুদের হার। তবে দুই কোটি টাকার কম আমানতে মিলবে এই হার। 444 দিনের জন্য বিনিয়োগের ক্ষেত্রে ব্যাঙ্ক কর্তৃপক্ষ দিচ্ছে 7.3 শতাংশ সুদ।





You might also like!