Business

1 year ago

GST:জুলাইয়ে ভারতের জিএসটি সংগ্রহ বৃদ্ধি পেল ১১ শতাংশ, চলতি মাসে আয় ১.৬৫ লক্ষ কোটি টাকা

India's GST
India's GST

 

নয়াদিল্লি, ১ আগস্ট : প্রায় ১১ শতাংশ বেড়ে জুলাই মাসে জিএসটি থেকে সরকারের আয় হয়েছে ১.৬৫ লক্ষ কোটি টাকা। মঙ্গলবার কেন্দ্রীয় অর্থ মন্ত্রকের তরফে এমনটাই জানানো হয়েছে। জুলাই মাসে পণ্য ও পরিষেবা কর থেকে ১,৬৫,১০৫ কোটি টাকা সংগ্রহ করেছে ভারত। জুলাইয়ে জিএসটি থেকে মোট আয় হয়েছে ১.৬৫ লক্ষ কোটি টাকা। এর মধ্যে কেন্দ্রীয় জিএসটি রয়েছে ২৯,৭৭৩ কোটি টাকা। রাজ্যের সংগ্রহ এখানে ৩৭,৬২৩ কোটি টাকা।

আর ইন্টিগ্রেটেড জিএসটি থেকে সংগ্রহ হয়েছে ৮৫,৯৩০ কোটি টাকা। এর মধ্যে পণ্য আমদানি থেকে সংগৃহীত হয়েছে ৪১,২৩৯ কোটি টাকা। সেস থেকে সংগ্রহ হয়েছে ১১,৭৭৯ কোটি টাকা। অর্থমন্ত্রকের তরফে বিবৃতিতে বলা হয়েছে, নিয়মিত নিষ্পত্তির পরে জুলাই মাসে কেন্দ্র এবং রাজ্যগুলির মোট রাজস্ব সিজিএসটি-এর জন্য ৬৯,৫৫৮ কোটি টাকা এবং এসজিএসটি-এর জন্য ৭০,৮১১ কোটি টাকা।


You might also like!