নয়াদিল্লি, ১ আগস্ট : আগস্ট মাসের শুরুতেই বাণিজ্যিক গ্যাসের দামে বড়সড় পরিবর্তন ঘটল। ১৯ কেজি বাণিজ্যিক গ্যাস সিলিন্ডারের দাম একধাক্কায় ৯৯.৭৫ টাকা কমিয়েছে তেল কোম্পানিগুলি। মঙ্গলবার থেকে কার্যকর হয়েছে নতুন এই বাণিজ্যিক গ্যাসের দাম। তবে বাণিজ্যিক গ্যাসের দাম কমলেও, গার্হস্থ্য গ্যাসের দাম অপরিবর্তিত থাকছে।
দিল্লিতে বাণিজ্যিক সিলিন্ডারের দাম কমে হয়েছে ১,৬৮০ টাকা, কলকাতায় এই দাম ১৮০২.৫০ টাকা৷ যদিও ১৪.২ কেজি ঘরোয়া রান্নার গ্যাসের দাম এবারও কমেনি। যাইহোক, আগস্ট মাসের শুরুতেই ফের স্বস্তি পেলেন ব্যবসায়ীরা।