Business

1 year ago

Google : ভারতে ৪৫৩ কর্মীকে ছঁটাইয়ের নোটিশ ধরাল গুগল

Google
Google

 

নয়াদিল্লি, ১৭ ফেব্রুয়ারি : আচমকাই ভারতে কর্মরত ৪৫৩ কর্মীকে চাকরি থেকে ছাঁটাইয়ের নোটিশ ধরিয়ে দিল তথ্য প্রযুক্তি সংস্থা গুগল। বৃহস্পতিবার রাতে গুগল ইন্ডিয়ার ভারত শাখার প্রধান তথা ভাইস প্রেসিডেন্ট সঞ্জয় গুপ্তা এক ইমেল পাঠিয়ে ওই কর্মীদের কাজ থেকে বরখাস্তের কথা জানান। ছাঁটাইয়ের নোটিশ পেয়ে কাজ হারানো কর্মীরা বিস্মিত হয়ে গিয়েছেন। কী কারণে ছাঁটাই করা হল, তার কোনও কারণ ব্যাখ্যা করেননি গুগল কর্তা।

আর্থিক মন্দার পদধ্বনি শোনার সঙ্গে সঙ্গেই কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্ত নিয়েছে বিশ্বের নামী তথ্য প্রযুক্তি সংস্থাগুলি। মাইক্রোসফট থেকে শুরু করে মেটা, সাপ থেকে শুরু করে আলফাবেট-সব সংস্থাই স্পষ্ট জানিয়ে দিয়েছে, আর্থিক মন্দার হাত তেকলে বাঁচতে কর্মী ছাঁটাই ছাড়া আর কোনও পথ খোলা নেই। গত মাসেই গুগল, ইউটিউবের মালিক আলফাবেটের সিইও সুন্দর পিচাই ঘোষণা করেছিলেন, চলতি বছরেই বিশ্বের বিভিন্ন প্রান্তে কর্মরত সংস্থার ৬ শতাংশ কর্মীকে ছেঁটে ফেলা হবে। প্রায় ১২,০০০ কর্মী ছাঁটাইয়ের মুখে পড়বেন। ওই ঘোষণার পরেই কাজ হারানোর আশঙ্কায় ভুগতে সুরু করেছেন গুগল, ইউটিউবে কর্মরত কর্মীরা। ভারতে যে ৪৫৩ কর্মীকে ছাঁটাইয়ের নোটিশ ধরানো হয়েছে তাঁদের কাছে ব্যক্তিগতভাবে মেল পাঠিয়েছেন গুগল তথা আলফাবেট সিইও সুন্দর পিচাই। ওই ইমেলে তিনি লিখেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রে ইতিমধ্যেই কর্মীদের ছাঁটাইয়ের নোটিস ধরানো হয়েছে। বিশ্বের অন্যান্য দেশেও কর্মী ছাঁটাইয়ের প্রক্রিয়া শুরু হয়েছে।

You might also like!