Business

1 year ago

Coca Cola Alcohol: সুরাপ্রেমীদের জন্য সুখবর! ভারতে প্রথম মদের ব্র্যান্ড আনল কোকাকোলা

Cocacola (File Picture)
Cocacola (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সুরাপ্রেমীদের জন্য জোর খবর। এবার জমে যাবে শীতকাল, কারণ জনপ্রিয় ঠান্ডা পানীয় বিক্রয়কারী কোম্পানি কোকা-কোলা ইন্ডিয়া এবার মদের বিভাগে প্রোডাক্ট লঞ্চের রাস্তায় হাঁটল। ইতিমধ্যেই প্রথমবারের জন্য কোম্পানিটি বাজারে এনেছে নতুন হার্ড ড্রিংকস। যা সুরাপ্রেমীদের মন খুশি করবে। লেমন ডউ নামে মদের ব্র্য়ান্ডটিকে এই প্রথম ভারতের বাজারে প্রবেশ করাল কোম্পানি। বর্তমানে গোয়া এবং মহারাষ্ট্রে এই মদ বিক্রি করছে কোকাকোলা। কিন্তু শীঘ্রই ভারতের অন্য শহরেও এটি পাওয়া যাবে হবে বলে মনে করা হচ্ছে। 250 মিলি লিটারের ক্যানের দাম রাখা হয়েছে 230 টাকা।

ভারতে মদ বিক্রির খবরটি নিশ্চিত করা হয়েছে কোম্পানির তরফে। তবে কোম্পানির মুখপাত্র ইকোনমিক টাইমসকে জানান, লেমন ডউ-এর পাইলট পরীক্ষা করা হচ্ছে। বিশ্বের একাধিক দেশে এই মদ পাওয়া যায়। এবার আমরা এটিকে ভারতে আনার পরিকল্পনা করেছি। আপাতত পাইলট প্রজেক্ট হিসাবে চালিয়ে ক্রেতাদের মতামত নেওয়া হবে। সেই ফল বিচার করেই সম্পূর্ণ ভাবে বাজারে আসার পরিকল্পনা করা হবে।

You might also like!