Business

1 year ago

Gold News :গয়না বিক্রি করতে হলে লাগবে ছয় সংখ্যার হলমার্ক! কবে থেকে?

Gold3
Gold3

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ  এবার থেকে বদলে যাচ্ছে সোনা বিক্রির নিয়ম। চলতি বছর এপ্রিল মাস থেকেই নতুন নিয়ম চালু হবে বলে জানা গিয়েছে। ছয় ডিজিটের বিশেষ হলমার্ক ইউনিক আইডেন্টিফিকেশন নম্বর ছাড়া সোনার গহনা বিক্রি করা যাবে না বলে স্পষ্ট করে জানিয়ে দিয়েছে কেন্দ্র সরকার। 

পাশাপাশি পাইকারি সোনার ক্ষেত্রেও হলমার্কিং বাধ্যতামূলক করার সিদ্ধান্ত নেওয়া হচ্ছে। জুলাই থেকে এই নিয়ম শুরু হবে। ফলে পাইকারি বাজার থেকে স্বর্ণকাররা যে সোনা ক্রয় করবেন, তা গুনগত মান সম্পর্কে তাঁরা নিশ্চিত থাকতে পারবেন।

বিআইএস জানাচ্ছে, পুরনো হলমার্কযুক্ত গয়না, যেগুলির গায়ে ছয়টি সংখ্যার হলমার্ক চিহ্ন নেই, ১ এপ্রিল থেকে সেগুলি আর বিক্রি করা যাবে না। প্রতিটি গয়নার উপর ছয় সংখ্যার নম্বর বসানো বাধ্যতামূলক।


You might also like!