Business

1 year ago

Changrabandha border:চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ভারতীয় মুদ্রার মাধ্যমে চালু হচ্ছে বৈদেশিক বাণিজ্য

Foreign trade is opened in Indian currency through the Changrabandha border
Foreign trade is opened in Indian currency through the Changrabandha border

 

চ্যাংরাবান্ধা : ভারতীয় মুদ্রার মাধ্যমে ভারত-বাংলাদেশ বৈদেশিক বাণিজ্য চলবে কোচবিহার জেলার চ্যাংরাবান্ধা সীমান্ত দিয়ে ।  বিষয়টি নিয়ে দু’দেশের বাণিজ্য মন্ত্রণালয় এবং শুল্ক দফতরের মধ্যে আলোচনা পর মিলেছে সবুজ সংকেতও।

ব্যবসায়ী সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশ স্বাধীন হওয়ার পর ১৯৭১ সালের পর থেকে এ রাজ্যের বিভিন্ন বাণিজ্যকেন্দ্রগুলি দিয়ে ডলারের মাধ্যমে দু’দেশের মধ্যে আমদানি-রফতানি বাণিজ্য চলছে। এতে বিভিন্নরকম সমস্যায় পড়তে হচ্ছে ব্যবসায়ীদের। যে কারণে বাণিজ্যের কাজে অনেক সময় বাধা সৃষ্টি হচ্ছে। এরই মধ্যে গত বছর দুয়েক সময় ধরে বাংলাদেশে ডলারের সংকটও দেখা দিয়েছে। কমে গিয়েছে ডলারের দামও। যা বৈদেশিক বাণিজ্যের কাজে অনেকটাই অন্তরায় হয়ে দাঁড়িয়েছে বলে জানান ব্যবসায়ীরা। এই অবস্থায় ভারতীয় মুদ্রায় বাণিজ্য চালুর উদ্যোগের খবরে খুশি দু’দেশের ব্যবসায়ীরাই।


You might also like!