Business

1 year ago

Swiggy : কর্মী ছাঁটাইয়ের পথে খাবার ডেলিভারি সংস্থা সুইগি

Swiggy
Swiggy

 

মুম্বই, ২০ জানুয়ারি  : এবার কর্মী ছাঁটাইয়ের পথে হাঁটল খাবার ডেলিভারি সংস্থা সুইগি। ৩৮০ জন কর্মীকে ছাঁটাই করতে চলেছে সুইগি । কর্মী ছাঁটাইয়ের সিদ্ধান্তের জন্য শুক্রবার দুঃখপ্রকাশ করেছেন সুইগির সিইও।

সংস্থার এক মুখপাত্র এই খবর জানিয়েছে। ইতিমধ্যে কর্মীদেরকে এই সংবাদ জানিয়ে দিয়েছে সুইগি। এই কঠিন সিদ্ধান্তের জন্য সংস্থার সিইও দুঃখপ্রকাশ করেছেন। এদিন কর্মীদের মেল করে সুইগির প্রতিষ্ঠাতা ও সিইও শ্রীহর্ষ ম্যাজেটি লিখেছেন, ‘আমাদের টিম ছোট করার জন্য খুব কঠিন সিদ্ধান্ত বাস্তবায়ন করতে চলেছি পুনর্গঠন অনুশীলনের অংশ হিসাবে। এই প্রক্রিয়ায়, আমরা ৩৮০ জন প্রতিভাবান সুইগস্টারকে বিদায় জানাব ৷ এটি একটি অত্যন্ত কঠিন সিদ্ধান্ত এবং এটির মধ্য দিয়ে যাওয়ার জন্য আমি আপনাদের সকলের কাছে অত্যন্ত দুঃখিত।’

যে কর্মীদের বরখাস্ত করছে সুইগি তাদের কাজের মেয়াদ এবং গ্রেডের ভিত্তিতে তিন থেকে ছয় মাসের বেতন নগদ দেওয়া হবে বলে জানানো হয়েছে। এর মধ্যে রয়েছে পরিবর্তনশীল বেতন বা ইনসেনটিভের ১০০ শতাংশ পেআউট। সংস্থার সিইও আরও জানিয়েছেন, গত বছর ধরে ম্যাক্রো ইকোনমিক কন্ডিশনের চ্যালেঞ্জের মধ্যে সারা বিশ্বজুড়ে কোম্পানিগুলি (সরকারি এবং প্রাইভেট) নিউ নরমাল সময়ের সঙ্গে মানিয়ে নিচ্ছে। আমরা এখানে ব্যতিক্রম নই, ইতিমধ্যেই আমাদের নিজেদের উন্নতি করেছি।


You might also like!