Business

1 year ago

Gold Price :ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দর

Gold Price High Again
Gold Price High Again

 

কলকাতা, ১৭ অক্টোবর  : লক্ষ্মীপুজোর পর সোনার দামে অনেকটা পতন দেখা গেলেও ফের ঊর্ধ্বমুখী হলুদ ধাতুর দর। আর ধনতেরাসের আগে সোনার দরে এই ফারাকের কারণে মুখভার ক্রেতাদের। সপ্তাহের প্রথম দিনেই বাড়ল সোনার দাম। তবে দাম বাড়লেও তা খুব সামান্যই। এদিন ১০ গ্রাম ২২ ক্যারেট সোনার দাম বেড়েছে ১০ টাকা। আর একই হারে দাম বেড়েছে ১০ গ্রাম ২৪ ক্যারেট সোনারও। সোনার দাম বাড়লেও রুপোর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি সোমবার।

সোমবার বিশ্ব বাজারে সামান্য দাম বেড়েছে হলুদ ধাতুর দাম। তার প্রভাবেই দেশীয় বাজারে সামান্য দাম বেড়েছে সোনার। সোমবার সোনার গয়নার দাম খানিকটা দাম বাড়লেও এই দাম রেকর্ড দরের থেকে অনেকটাই কম রয়েছে। এদিন রুপোর দামে কোনও পরিবর্তন দেখা যায়নি।

সোমবার দুপুরে কলকাতায় সোনা-রুপোর দাম :

২২ ক্যারেট হলমার্ক সোনা (১ গ্রাম) : ৪,৬৪৬ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (৮ গ্রাম) : ৩৭,১৬৮ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০ গ্রাম) : ৪৬,৪৬০ টাকা

২২ ক্যারেট হলমার্ক সোনা (১০০ গ্রাম) : ৪,৬৪,৬০০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১ গ্রাম) : ৫,০৬৮ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (৮ গ্রাম) : ৪০,৫৪৪ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০ গ্রাম) : ৫০,৬৮০ টাকা

২৪ ক্যারেট পাকা সোনা (১০০ গ্রাম) : ৫,০৬,৮০০ টাকা

১ কেজি রুপোর বাটের দাম : ৫৫,৩০০ টাকা।


You might also like!