Business

1 year ago

Elon Musk : টুইটারের আয় কমল ৪০ শতাংশ, বড় অঙ্কের ঋণের বোঝা টুইটারের মাথায়

Elon Musk
Elon Musk

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ সম্প্রতি টুইটারের সিঙ্গাপুরের সদর দফতর বন্ধ করে দেওয়ার নির্দেশ দেন ইলন। কর্মীদেরও বাড়ি থেকে কাজ করার নির্দেশ দেওয়া হয়। এতেই প্রশ্ন উঠেছিল, এশিয়ায় টুইটারের সদর দফতর কি বন্ধ হওয়ার মুখে? যদিও সে বিষয়ে টুইটারের তরফে থেকে কোনও প্রতিক্রিয়া মেলেনি। যে ভাবে তড়িঘড়ি অফিস ছাড়ার নোটিস দেওয়া হয়, তাতে কর্মীদের কপালে চিন্তার ভাঁজ। জল্পনা তৈরি হয়েছিল, ইলন মালিকানা নেওয়ার পর কি তা হলে লাভের মুখ দেখছে না মাইক্রোব্লগিং সাইট? সেই জল্পনা যে অনেকটাই সত্যি এবার তারই প্রমাণ পাওয়া গেল। 

সূত্রের খবর, এক বছরে টুইটারের আয় কমেছে প্রায় ৪০ শতাংশ!শুধু তাই নয়, ইলন মাস্কের যে বড় অঙ্কের ঋণ পরিশোধ করার কথা ছিল তা শোধ করা এখনও বাকি। 

টুইটারের মালিক বদল হওয়ার পর থেকেই নানা টানাপড়েন চলছে সান ফ্রান্সিসকোর এই সংস্থায়। অনেকের চাকরি গিয়েছে। ভারতেও অনেকে চাকরি হারিয়েছেন। একই সঙ্গে বদল এসেছে টুইটারের নীতি এবং চালনা পদ্ধতিতেও। টুইটারের ভাগ্য বদলে দেওয়ার প্রতিশ্রুতি দিলেন যে মালিকানা বদলের পর এই সংস্থা যে লাভের মুখ দেখছে না তা স্পষ্ট। 


You might also like!