Business

1 year ago

Pan Card- Aadhar Card: আধারের মতো PAN কার্ড কী ১০ বছর পরে আপডেট করাতে হবে?

Aadhar Card & Pan Card (File Picture)
Aadhar Card & Pan Card (File Picture)

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ ভারতবাসী এখন একের পর এক কার্ডের বোঝায় ক্লান্ত। রেশন কার্ড থেকে শুরু করেও ভোটার কার্ড, আধান, pan সহ আরও বহু  কার্ড এখন বহন করতে হচ্ছে ভারতবাসীকে। এটা হয়তো 'ডিজিটাল ভারত'এর একটা পদক্ষেপ। সে তো হলো। কিন্তু বিভ্রান্তি সরকারের মধ্যেই। কখনো বলছে, আধার বাধ্যতা মূলক আবার কখনো বলছে PAN বাধ্যতা মূলক। ইতিমধ্যে সুপ্রিম কোর্ট এক রায়ে জানিয়েছে, আধার বাধ্যতামূলক নয়। সে তো গেলো অন্য বিতর্ক। এবার সামনে এসেছে নতুন বিতর্ক। তা হলো এইসব কার্ড রিনিও করা নিয়ে। প্রতি ১০ বছর পর পর আধার রিনিও বা আপডেট করার নির্দেশ এসেছে সরকারি প্রতিষ্ঠান UIDAI এর পক্ষ থেকে। মানুষও ছুটছে বিভিন্ন সরকারি, বেসরকারি প্রতিষ্ঠানে আধার আপডেট করাতে। বিড়ম্বনার পড়ে বিড়ম্বনা।

  বছরের শুরু থেকেই ভারত সরকারের নির্দেশে  আধার কার্ড আপডেট হচ্ছে। UIDAI নতুন নিয়মে জানিয়েছিল যে ১০ বছরের পুরোনো আধার কার্ড আপডেট করাতে হবে। আপডেশনের তারিখ বার বার বাড়ানো হচ্ছে। ফোন নম্বর লিংক, ব্যাংক একাউন্ট লিংক থেকে শুরু করে নাম বা ঠিকানা পরিবর্তন সবই করতে হবে এই আপডেশনে। কিন্তু PAN কার্ডের ক্ষেত্রে?

 না, গুজবে কান দেবেন না। মনে রাখবেন, PAN বা পার্মানেন্ট একাউন্ট নাম্বার ভারত সরকারের একটি অতি গুরুত্বপূর্ণ নথী। বিশেষকরে কোনো আর্থিক লেনদেনের ক্ষেত্রে এই কার্ড আপরিহার্য। তবে এটি একটি ইউনিক নাম্বার। সারা দেশে একটি নাম্বার একজনকে দেওয়া হয়। তার পরিবর্তনর কোনো প্রশ্ন নেই। একমাত্র মৃত্যু হলে বা কোনো মানুষ অন্য কোনো দেশের নাগরিকত্ব নিলেই PAN কার্ড সারেন্ডার করতে হয়। তাই ১০ বছর পরপর আধারের মতো PAN আপডেট করতে হবে, এমন গুজবে কান দেবেন না। মনে রাখবেন, PAN কার্ডে কোনো ঠিকানা থাকে না। তাই ঠিকানা পরিবর্তন হলেও PAN আপডেট না করলেও হয়। তবে ঠিকানা পরিবর্তন হলে PAN কার্ডে এড্রেস চেঞ্জ অপশনে গিয়ে নতুন ঠিকানা নথিভুক্ত করা যায়। কিন্তু ১০ বছর পর পর আধারের মতো PAN আপডেট - কথাটা সম্পূর্ণ গুজব। এই বিষয়ে সরকারের পক্ষ থেকে সতর্কবার্তা দেওয়া হয়েছে।

You might also like!