Business

1 year ago

Chicken Price : বাড়ছে মুরগির মাংসের দাম

chicken meat
chicken meat

 

কলকাতা, ১৪ মার্চ  : একেই মধ্যবিত্তের হেঁসেলে আগুন । ক্রমাগত দাম বাড়ছে সবজির । মিলছে না সঠিক ভাবে আলু । এরই মাঝে মধ্যবিত্তের কপালে চিন্তার ভাঁজ দিয়ে আবর বাড়ছে মুরগির মাংসের দাম । কিছুদিন আগেই ডিমের দাম তো বেড়েছিল । কিন্তু এবার হাতের কাছে সহজ প্রোটিন পুষ্টিও ক্রমশ চলে যাচ্ছে নাগালের বাইরে।

মঙ্গলবার গড়িয়াহাট বাজারে কাটা মুরগি বিক্রি হচ্ছে কেজি প্রতি ২৮০ টাকায় । আজ কলকাতায় গোটা মুরগির পাইকারি দর ১৬০ টাকা । গত একমাসে প্রায় ৪০-৪৫ টাকা বেড়েছে মুরগির মাংসের দাম । জোগান কম থাকায় দাম বাড়ছে বলে জানিয়েছেন বিক্রেতারা । গত ডিসেম্বরেও বাড়ে মুরগির মাংসের দাম । সেই সময় ২২০-২৩০ টাকায় পৌঁছয় মুরগির দাম । গোটা মুরগি পাইকারি বাজারে তখন দাম বেড়ে হয় ১২৮ টাকা । তিন মাসের মাথায় আবারও বাড়ল দাম । শুধু মুরগির মাংস নয়, ডিমের দামও বেড়েছে ।

You might also like!