Horoscope

1 day ago

Horoscope Today: এপ্রিলের শুরুতেই বাসন্তী দেবীর আগমনে আজকের দিনটি কোন রাশির কেমন কাটবে?জানুন রাশিফল!

Horoscope Today
Horoscope Today

 

১) মেষ রাশিঃ মেষ রাশির জাতকদের জীবনে আজ পরিস্থিতি স্থিতিশীল থাকবে। তবে প্রতিবেশীদের কারণে সমস্যা হতে পারে। খরচ বাড়লেও সঞ্চয় করতে পারবেন। আত্মীয়রা শত্রুতার চেষ্টা করেও ব্যর্থ হবে। ব্যবসায় মুনাফা মাঝারি হবে। মানসিক চিন্তা কিছুটা বাড়তে পারে। পারিবারিক কারণে অর্থহানির যোগ রয়েছে।

২) বৃষ রাশিঃ গুরুজনের স্বাস্থ্যের অবনতি আপনাকে উৎকন্ঠায় রাখবে। ব্যবসায় নতুন কোনও চুক্তিতে আজ মোটা লাভের যোগ রয়েছে বৃষ রাশির জাতকদের। যে কোনও বিবাদ আজ এড়িয়ে চলুন। নিকট বন্ধুর সাহায্য পেয়ে লাভবান হবেন বৃষ রাশির জাতকরা। সন্তানের অবাধ্যতায় মন খারাপ হতে পারে।

৩) মিথুন রাশিঃ অংশীদারি বা যৌথ ব্যবসায় আর্থিক ক্ষতির কারণে বিপর্যস্ত হয়ে পড়তে পারেন মিথুন রাশির জাতকরা। কর্মক্ষেত্রে আপনার বিরুদ্ধে অসন্তোষ বাড়তে পারে। অবিবাহিতদের বিয়ের সম্বন্ধ আসতে পারে। যানবাহন সংক্রান্ত কোনও আইনি সমস্যায় উৎকণ্ঠা বাড়বে। বাবার স্বাস্থ্য চিন্তা বাড়াবে।

৪) কর্কট রাশিঃ ব্যবসায় আর্থিক বিনিয়োগ থেকে বড় মুনাফা করতে পারবেন। আজ প্রাপ্য অর্থ পেতে বিলম্ব হতে পারে। প্রলোভনে পা দিলে সমস্যায় পড়তে পারেন। কর্মপ্রার্থীরা বিকল্প অর্থ উপার্জনের পথ খুঁজে পেতে পারেন। কাছের বন্ধুর থেকে উপকার পেতে পারেন। উচ্চশিক্ষায় বাধার মুখে পড়বেন।

৫) সিংহ রাশিঃ ব্যবসায় আজ উপযুক্ত পরিশ্রমের মূল্য পাবেন সিংহ রাশির জাতকরা। দাম্পত্যে মতপার্থক্য আসার সম্ভাবনা রয়েছে। কর্মক্ষেত্রে সহকর্মীদের সাহায্য পেতে পারেন। যে কোনও রকম আইনি সমস্যা এড়িয়ে চলুন। ভুল চিকিৎসার সম্ভাবনা রয়েছে। দূরবর্তী স্থানে ভ্রমণ হতে পারে।

৬) কন্যা রাশিঃ কন্যা রাশির জাতকদের বড় ভাই আজ কোনও সমস্যায় পড়তে পারেন। পেশাগত জীবনে নতুন কোনও উদ্যোগ আজ না শুরু করাই শ্রেয়। আয় বাড়বে। পরিবারের সবার সঙ্গে সময় কাটানোর সুযোগ পাবেন। ঠান্ডা লেগে সর্দি-কাশির সমস্যায় কষ্ট পেতে পারেন। সেবামূলক কাজে খরচ হতে পারে।

৭) তুলা রাশিঃ আজ কারওর শত্রুতার মুখে পড়তে পারেন তুলা রাশির জাতকরা। কাউকে আর্থিক সাহায্য করলে আপনি সমস্যায় পড়তে পারেন। সাংসারিক ক্ষেত্রে সাময়িক মতবিরোধ হতে পারে। স্বাস্থ্য নিয়ে সমস্যায় ভুগতে পারেন। আয় বৃদ্ধির সম্ভাবনা রয়েছে। পছন্দমত কাজ পেতে আজ বাধার মুখে পড়তে পারেন।

৮)বৃশ্চিক রাশিঃবৃশ্চিক রাশির অবিবাহিত জাতকদের বিয়ের সম্বন্ধ পাকা হতে পারে। শারীরিক কষ্ট ভোগের যোগ রয়েছে। বয়স্ক ব্যক্তিরা নানা অসুখে ভুগবেন। জমানো টাকা আজ খরচ হয়ে যেতে পারে। কর্মস্থানে অধস্তন কর্মীর সঙ্গে বচসায় জড়াতে পারেন। অনিশ্চিত ক্ষেত্রে বিনিয়োগ করলে লোকসানের সম্ভাবনা রয়েছে।

৯) ধনু রাশিঃ সব কাজে সক্রিয় পদক্ষেপ করায় উপযুক্ত ফল পাবেন ধনু রাশির জাতকরা। স্বাস্থ্য সংক্রান্ত উৎকণ্ঠা বাড়তে পারে। উপার্জন ঊর্ধ্বগামী থাকবে। মায়ের শরীর-স্বাস্থ্য নিয়ে চিন্তা বাড়বে। নিজের ভবিষ্যৎ সুরক্ষিত করতে বড় পদক্ষেপ করতে পারেন। ঋণ সংক্রান্ত সমস্যায় পড়তে পারেন।

১০) মকর রাশিঃ দীর্ঘদিনের শরিকি দ্বন্দ্ব মিটে যাওয়া সম্ভাবনা রয়েছে। অপ্রত্যাশিত কোনও যোগাযোগ ঘটতে পারে। সামাজিক ক্ষেত্রে আজ আপনার প্রতিপত্তি বাড়বে। পড়াশোনায় শুভ ফল পাবেন মকর রাশির ছাত্রছাত্রীরা। সঞ্চিত অর্থ ব্যয় হতে পারে। রাজনীতিবিদদের সুনাম বৃদ্ধি পাবে।

১১) কুম্ভ রাশিঃ জ্ঞাতিশত্রুতায় ক্ষতি হতে পারে কুম্ভ রাশির জাতকদের। কান ও গলার সমস্যায় কষ্ট পাওয়ার যোগ আছে। নিকট আত্মীয়ের বিষয়ে দুঃসংবাদ পেতে পারেন। শরীরের নিম্নাঙ্গে আঘাত পেতে পারেন এবং রক্তপাতের সম্ভাবনা আছে। দাম্পত্যে মতান্তর আসতে পারে। সঞ্চিত অর্থ অপব্যয় হতে পারে।

১২) মীন রাশিঃ অকারণে সুনামহানির সম্ভাবনা আছে। সম্পত্তি সংক্রান্ত বিবাদ মিটে যেতে পারে। আর্থিক অবস্থা ভালো থাকবে না। ছাত্রছাত্রীদের পড়াশোনায় অমনোযোগ বাড়বে। শিল্প সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের আয় বাড়তে পারে। আগের নেওয়া ঋণ শোধ করতে পারেন। অকৃতজ্ঞ মানুষের থেকে দূরত্ব বজায় রাখুন। 

You might also like!