১) মেষ রাশিঃ আজ প্রতিবেশীর মনোভাব আপনার বিপক্ষে যেতে পারে। কর্মক্ষেত্রে সংযত কথাবার্তা না বললে সমস্যা হতে পারে। অতিরিক্ত খরচের কারণে সঞ্চিত অর্থ খরচ হয়ে যাবে। দালালির কাজে অতিরিক্ত লাভের সম্ভাবনা রয়েছে। কাঁচ ও সিল্কের ব্যবসা লাভজনক হবে। সম্পত্তি কিনতে ঋণ নিতে হতে পারে। পরিবারের গুরুদায়িত্ব কাঁধে আসবে।
২) বৃষ রাশিঃ আজ কর্মক্ষেত্রে পদোন্নতির আশা রয়েছে। নিজের চেষ্টায় সম্পত্তি কিনতে পারেন। খরচ বাড়ায় সঞ্চয় কম হবে। খাবারের ব্যবসায় উন্নতি করতে পারবেন। জলবাহিত রোগের কারণে সমস্যায় পড়তে পারেন। প্রিয়জনের সঙ্গে বিদেশ ভ্রমণের সম্ভাবনা রয়েছে। চিকিৎসা সংক্রান্ত বিষয়ে ব্যয় বাড়তে পারে।
৩) মিথুন রাশিঃ হঠকারিতার সঙ্গে কোনও সিদ্ধান্ত নিলে বিপদে পড়তে পারেন। সচেষ্ট হলে আজই পুরোনো ঋণ শোধ করতে পারবেন। পরিবারের প্রবীণদের শারীরিক অবস্থার অবনতি হওয়ার সম্ভাবনা রয়েছে। ফাটকা ব্যবসায় অর্থ লগ্নি করলে আয় বৃদ্ধির যোগ রয়েছে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্যের সম্ভাবনা রয়েছে।
৪) কর্কট রাশিঃ সম্পত্তি সংক্রান্ত পুরোনো গোলযোগ মিটতে পারে। অসাবধানতার কারণে অর্থলাভের সুযোগ হারাবেন। দুর্ঘটনায় আকস্মিক আঘাত পেতে পারেন। ব্যবসায় অংশীদারের সঙ্গে মতানৈক্য হতে পারে। নিকট বন্ধুর থেকে সাহায্য পেতে পারেন। বিজ্ঞানের ছাত্রছাত্রীদের বিশেষ সুযোগ পাওয়ার আশা রয়েছে। শত্রু আপনার ক্ষতির চেষ্টা করেও ব্যর্থ হবে।
৫) সিংহ রাশিঃ আজ আচমকা কিছু অর্থপ্রাপ্তি হতে পারে। জীবনসঙ্গীর স্বাস্থ্যের অবনতি হতে পারে। যানবাহন কেনার যোগ রয়েছে। নতুন চাকরি পাওয়ার সম্ভাবনা রয়েছে। খাদ্যদ্রব্য, প্রসাধনী, ইমিটেশনের গয়না ও বৈদ্যুতিন সামগ্রীর ব্যবসায় আজ ভালো লাভ হতে পারে। দক্ষিণ দিকে ভ্রমণে গেলে সাফল্য পাবেন। নার্ভ ও চোখের সমস্যা আসতে পারে।
৬) কন্যা রাশিঃ ব্যবসায় আজ সাময়িক বাধা আসতে পারে। গন্ধ দ্রব্য, ফুল, ধূপ এবং শৌখিন দ্রব্যের ব্যবসা আজ লাভজনক হবে। আজ বক্র পথে উপার্জনের সুযোগ আসবে। পুরোনো ঋণ শোধের সম্ভাবনা রয়েছে। নিজের ভুলে সঞ্চিত অর্থ খরচ হয়ে যেতে পারে। পুরোনো রোগের প্রাদুর্ভাব বাড়তে পারে।
৭) তুলা রাশিঃ নতুন বাড়ি কেনার পরিকল্পনা আজ করতে পারেন। কর্মক্ষেত্রে বিশিষ্ট ব্যক্তির সাহায্য পেতে পারেন। গলার সমস্যায় আজ কষ্ট পাবেন। ভাই-বোনের সঙ্গে সম্পত্তি নিয়ে বিরোধ বাধতে পারে। সন্তান উচ্চশিক্ষার সুযোগ পাবে। লোহা, অগ্নিজাত দ্রব্য ও গাড়ির ব্যবসা প্রসারিত হতে পারে।
৮) বৃশ্চিক রাশিঃ কোনও কাজে যুক্তি-তর্কের দ্বারা আজ সাফল্য পেতে পারেন বৃশ্চিক রাশির জাতকরা। সংগীত চর্চায় সাফল্য আসবে। নিজের পরিশ্রমের জোরে উচ্চশিক্ষায় সাফল্য পাবেন। পুরনো রোগের উপশম হবে। আইনি সমস্যা এড়িয়ে চলুন।
৯) ধনু রাশিঃ আপনার স্মরণশক্তির কারণে হারানো বস্ত খুঁজে পেতে পারেন। বন্ধুর দ্বারা অপ্রত্যাশিত অর্থ লাভ হতে পারে ধনু রাশির জাতকদের। কর্মসূত্রে বিদেশ যাত্রার যোগ রয়েছে। আজ আচমকা শারীরিক আঘাত পেতে পারেন। স্ত্রীর সঙ্গে মতবিরোধের সম্ভাবনা প্রবল।
১০) মকর রাশিঃ আজ ভালো চাকরি পেতে পারেন মকর রাশির জাতকরা। কর্মক্ষেত্রে বিরোধীরা আপনার সুনামহানির চেষ্টা করবে। প্রতিযোগিতামূলক পরীক্ষায় সাফল্য পেতে পারেন। রাজনীতির সঙ্গে যুক্ত ব্যক্তিদের কর্মে অনীহা আসবে। গুরুজনের শরীর খারাপ হতে পারে। পুরোনো সম্পত্তির সংস্কারে হাত দিতে পারেন।
১১) কুম্ভ রাশিঃ সোনার ব্যবসায় আশানুরূপ ফল পাবেন। সাংসারিক সমস্যার সমাধান হতে পারে। সন্তানের অবাধ্যতায় কষ্ট পাবেন। লটারিতে অর্থপ্রাপ্তির যোগ রয়েছে। শরীর খারাপ লাগলে ফেলে না রেখে ডাক্তারের পরামর্শ নিন। ক্রীড়া জগতের সঙ্গে যুক্ত ব্যক্তিরা নতুন চাকরি পেতে পারেন। অভিজ্ঞ ব্যক্তির পরামর্শে ব্যবসায় উন্নতির আশা আছে।
১২) মীন রাশিঃ আজ অতিরিক্ত উচ্চাশা মনে না রাখাই ভালো। নিকট আত্মীয় বিয়োগের সম্ভাবনা রয়েছে। চিকিৎসায় ভুল-ভ্রান্তি হতে পারে। ফাটকা ব্যবসায়ে অর্থ লগ্নি করলে লাভের যোগ রয়েছে। কেউ ঈর্ষার বশে আপনার ক্ষতির চেষ্টা করতে পারে। সন্তানের উন্নতি দেখে আনন্দ পাবেন। চোখের সমস্যায় কষ্ট পেতে পারেন।