১। মেষ রাশিঃ ব্যবসায় অবস্থার উন্নতি হবে। রাজনীতিতে বিরোধীরা পরাজিত হবে। চাকরিতে উচ্চপদস্থ কর্মকর্তাদের সান্নিধ্যের সুবিধা পাবেন। সামাজিক কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেলে সমাজে সম্মান ও প্রতিপত্তি বৃদ্ধি পাবে। কর্মক্ষেত্রে মনোরম পরিবেশ থাকবে।
২। বৃষ রাশিঃ আজ পারিবারিক পরিবেশ সামগ্রিক ভাবে বৃষ রাশির জাতকদের অনুকূলে থাকবে। নতুন ঘরবাড়ি কেনার প্রবল সম্ভাবনা রয়েছে। পুরোনো রোগের প্রকোপ বাড়তে পারে। ব্যবসায়িক অংশীদারের সঙ্গে সুসম্পর্ক বজায় থাকবে। কর্মপ্রার্থীরা নতুন চাকরি পেতে পারেন।
৩। মিথুন রাশিঃ আজ সন্তানদের দিক থেকে কিছু চাপ থাকতে পারে। ছাত্র-ছাত্রীরা পড়াশোনায় কম আগ্রহী বোধ করবে। পুরনো বন্ধুর কাছ থেকে ভালো খবর পাবেন। চাকরিতে নতুন বন্ধু তৈরি হবে। ব্যবসায়িক অবস্থার উন্নতি হবে। রাজনৈতিক ক্ষেত্রে আধিপত্য প্রতিষ্ঠিত হবে। ভ্রমণের সময় আপনার মূল্যবান জিনিসপত্রের বিশেষ যত্ন নিন।
৪। কর্কট রাশিঃ সঠিক সিদ্ধান্তের অভাবে সুযোগ নষ্ট হতে পারে কর্কট রাশির জাতকদের। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। দুষ্ট প্রতিবেশীর কারণে আপনার সমস্যা বাড়তে পারে। একাধিক ব্যবসা থেকে অর্থলাভের সম্ভাবনা আছে। নতুন প্রেমের প্রস্তাব পেতে পারেন। জনকল্যাণমূলক কাজে অর্থব্যয় হবে।
৫। সিংহ রাশিঃ আজ কিছু ভালো খবর পাবেন। সরকারি সাহায্যে কোনও গুরুত্বপূর্ণ কাজে বাধা দূর হবে। পরীক্ষা প্রতিযোগিতায় সাফল্য পাবেন। পরিবারে উদ্ভূত মতভেদ আজ কমবে। সম্পর্কের উন্নতি হবে।
৬। কন্যা রাশিঃ খাওয়া-দাওয়ার অনিয়মের কারণে হজমের সমস্যা দেখা দিতে পারে। নিজের বুদ্ধির দোষে কর্মস্থানে সমস্যায় পড়তে পারেন। তর্ক-বিবাদে প্রতিপক্ষের পরাজয় নিশ্চিত। ন্যায্য প্রাপ্তিতে বাধা পেতে পারেন। সরকারি কাজের সঙ্গে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। ভ্রাতৃস্থানীয় ব্যক্তির থেকে ক্ষতি হতে পারে।
৭।তুলা রাশিঃ আজকের দিনটি ভালো খবর দিয়ে শুরু হবে। রাজনীতিতে বন্ধু ও পরিবারের সমর্থন পাবেন। পুরনো কোনও বিবাদ থেকে মুক্তি পাবেন। রাজনৈতিক কাজে দক্ষ ব্যক্তিরা বিশেষ সাফল্য পাবেন। কর্মক্ষেত্রে নতুন বন্ধু তৈরি হবে। কর্মক্ষেত্রের উন্নতিতে সফল হবেন। নিজের প্রতি আরও আস্থা রাখুন।
৮। বৃশ্চিক রাশিঃ আজ ধনাগম বা সৌভাগ্যবৃদ্ধি যোগ আছে। নতুন কোনও যৌথ উদ্যোগের ব্যবসায় প্রতিষ্ঠিত হতে পারেন। অবিবাহিতদের বিয়ের কথা এগোতে পারে। সোনা, খাদ্যদ্রব্য, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের ব্যবসা আজ লাভজনক হবে। শরীরে অস্ত্রের আঘাত লেগে রক্তপাত হতে পারে।
৯। ধনু রাশিঃ আজ চাকরিতে ঊর্ধ্বতন কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়বে। সরকারি ক্ষমতায় থাকা কোনও সিনিয়র ব্যক্তির কাছ থেকে কোনও গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন। রাজনীতিতে নতুন বন্ধু তৈরি হবে। সামাজিক কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেতে পারেন।
১০। মকর রাশিঃ জমি জায়গা কেনা, নতুন বাড়ি তৈরি বা বাড়ি গৃহ সংস্কারের কাজে অর্থ ব্যয় হতে পারে। কোনও চতুর বন্ধু আপনার অনিষ্ট সাধনের চেষ্টা করবে। জীবনসঙ্গীর স্বাস্থ্যহানি মকর রাশির জাতকদের উৎকণ্ঠা বাড়াবে। সন্তানের উন্নতির সুখবর আজ পেতে পারেন। কোনও গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আজ না নেওয়াই ভালো।
১১। কুম্ভ রাশিঃ আজ রাজনীতিতে নতুন বন্ধুর সঙ্গে পরিচয় হবে। কর্মক্ষেত্রে কোনও অসম্পূর্ণ কাজ শেষ হতে পারে। বেকাররা কর্মসংস্থান পাবেন। পারিবারিক সমস্যার সমাধান হবে। সামাজিক কাজে গুরুত্বপূর্ণ দায়িত্ব পেয়ে আপনার সামাজিক প্রভাব বৃদ্ধি পাবে।
১২। মীন রাশিঃ অন্যের উপকার করতে গিয়ে অতিরিক্ত খরচ হতে পারে। কৌশলী কথাবার্তায় কর্মক্ষেত্রে নিজের প্রভাব বিস্তার করতে পারবেন। মেশিনারি, উৎপাদন, খনি, বিদ্যুৎ সংক্রান্ত কাজে যুক্ত ব্যক্তিদের আর্থিক উন্নতির যোগ রয়েছে। পার্টনারশিপ ব্যবসায় সুফল পাবেন। পেশাগত শিক্ষায় সাফল্য আসবে। নিকট আত্মীয়ের বিপদের আশঙ্কা রয়েছে।