Health

1 month ago

Health Tips: প্যাকেটজাত নয় মায়ের দুধেই মিলছে প্লাস্টিক! চমকে দেওয়া তথ্য ফাঁস করল বিজ্ঞানীরা

Health Tips
Health Tips

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- প্লাস্টিকের মধ্যে রয়েছে অত্যন্ত বিপজ্জনক ও বিষাক্ত যৌগ, যেমন PFAS, বিসফেনল, ধাতু, থ্যালেটস, উদ্বায়ী জৈব যৌগ ইত্যাদি।এগুলো ক্যান্সার, হরমোনের সমস্যা সহ নানা গুরুতর স্বাস্থ্য সমস্যার কারণ হতে পারে। রিপোর্ট অনুযায়ী, প্যাকেজিংয়ের কারণে কিছু বিপজ্জনক রাসায়নিক খাবারে মিশে যাচ্ছে।

প্লাস্টিকের পাত্রে রাখা আচার, চাটনি ইত্যাদি কাচ বা স্টিলের পাত্রে সরিয়ে নিন। মাইক্রোওয়েভে গরম করা খাবার বারবার গরম করে খাওয়া স্বাস্থ্যের জন্য ক্ষতিকর। এতে মারাত্মক রোগ হতে পারে। এই পরিস্থিতিতে সদ্যজাতের খাদ্য মায়ের দুধেও প্লাস্টিকের হদিস পেয়েছেন। তবে এর জন্য প্লাস্টিক পাত্রে খাবারকেই দায়ী করেছেন বিজ্ঞানীরা। বিজ্ঞানীদের দাবি, প্লাস্টিকের পাত্রে খাবার গ্রহণের মাধ্যমে শরীরে প্লাস্টিকের অংশ প্রবেশ করে। ফলত, মায়ের দুধেও সেই  প্লাস্টিকের হদিস মিলছে বলেই দাবি বিজ্ঞানীদের। 

You might also like!