Game

1 year ago

Yoginder Sharma : সব ধরনের ক্রিকেট থেকে অবসর নিলেন যোগিন্দর শর্মা

Yoginder Sharma
Yoginder Sharma

 

নয়াদিল্লি, ৩ ফেব্রুয়ারি  : ২০০৭ সালের টি-টোয়েন্টি ফাইনালে মিসবা উল হকের উইকেট তুলে নিয়েছিলেন যোগিন্দর শর্মা। যা বিশ্বকাপ এনে দেয় ভারতকে। শুক্রবার সব ধরনের ক্রিকেট থেকে অবসর ঘোষণা করলেন সেই যোগিন্দর শর্মা। এই দিন টুইটারে নিজের অবসরের কথা ঘোষণা করে যোগিন্দর জানিয়েছেন, ২০০২ সাল থেকে ২০১৭ সাল পর্যন্ত যতটুকু ক্রিকেট খেলেছেন, চুটিয়ে উপভোগ করেছেন। এর জন্য সকলকে ধন্যবাদ জানিয়েছেন তিনি।

জোগিন্দর একটি বিবৃতিতে বলেছেন, "আমার সমস্ত সতীর্থ, কোচ, পরামর্শদাতা এবং সহায়তা কর্মীদের কাছে: আপনাদের সকলের সাথে খেলা একটি পরম সৌভাগ্যের বিষয়, এবং, আমার স্বপ্নকে বাস্তবে পরিণত করতে সাহায্য করার জন্য আমি আপনাদের সকলকে ধন্যবাদ জানাই।

তিনি আরও লেখেন , "আমি ঘোষণা করতে পেরে উচ্ছ্বসিত যে আমি ক্রিকেট বিশ্বে এবং এর ব্যবসায়িক দিকগুলিতে নতুন সুযোগগুলি অন্বেষণ করব, যেখানে আমি যে খেলাটিকে ভালবাসি এবং নতুন এবং ভিন্ন পরিবেশে নিজেকে চ্যালেঞ্জ জানাতেও সেই খেলায় অংশগ্রহণ করা চালিয়ে যাব৷ আমি বিশ্বাস করি যে এটা একজন ক্রিকেটার হিসেবে আমার যাত্রার পরবর্তী ধাপ এবং আমি আমার জীবনের এই নতুন অধ্যায়ের অপেক্ষায় রয়েছি।"

ভারতের হয়ে মাত্র ৮টি ম্যাচ খেলেছিলেন যোগিন্দর। ৪টি এক দিনের এবং ৪টি টি-টোয়েন্টি ম্যাচ। ২০০৪ থেকে ২০০৭ সাল পর্যন্ত ভারতীয় দলে এই ৮টি ম্যাচ খেলার সুযোগ পেয়েছিলেন তিনি। তাতেই ভারতের বিশ্বকাপ জয়ের ইতিহাসের সঙ্গে নাম জুড়ে যায় যোগিন্দরের। আইপিএলেও ধোনির দলে ছিলেন তিনি। চেন্নাই সুপার কিংসের হয়ে খেলেন যোগিন্দর। ১৬ ম্যাচে নেন ১২টি উইকেট। ২০০৭ সালের টি-টোয়েন্টি বিশ্বকাপে পাকিস্তানের বিরুদ্ধে ফাইনালে দুরন্ত পারফর্ম করেছিলেন তিনি। বল হাতে ২টো উইকেট নিয়েছিলেন। সে বার ধোনির টিমে যোগিন্দরের মতো রোহিত শর্মাও ছিলেন নতুন মুখ। রোহিত ওই বিশ্বকাপ থেকেই ধীরে ধীরে সাফল্যের শিখরে উঠতে শুরু করেছিলেন। আর যোগিন্দর, শেষ ওভারে ভারতকে বিশ্বকাপ জেতানোর পরও আর টিমে সুযোগ পাননি। সেই তিনিই সরে গেলেন নীরবে। যোগিন্দর কি অবিচারের শিকার ? অবসর ঘোষণার পর আরও উঠে এল এই প্রশ্ন ।

তবে এখন আর বিষয় নিয়ে মাথা ঘামান না হরিয়ানা পুলিশের ডিএসপি যোগিন্দর শর্মা । সরকারি দায়িত্ব সামলানো, নিয়মকানুনের রক্ষা করাই আপাতত তাঁর জীবনের ব্রত। ক্রিকেটকে তিনিও পাশে সরিয়ে রাখতে চাইছেন। যোগ্যতা থাকা সত্ত্বেও সে ভাবে দেশের হয়ে ক্রিকেট খেলার সুযোগ না পাওয়া যোগিন্দর এখন দায়িত্ব সহকারে সামলাচ্ছেন সাম হরিয়ানার আইনশৃঙ্খলার ভার।

You might also like!