Game

2 hours ago

ICC Women’s Cricket World Cup: মহিলা বিশ্বকাপ, নিউ জিল্যান্ডেরকে দাপটের সঙ্গে হারাল দক্ষিণ আফ্রিকা, সেঞ্চুরি করলেন তাজমিন ব্রিটস

Tazmin Brits; ICC Women's World Cup 2025
Tazmin Brits; ICC Women's World Cup 2025

 

ইন্দোর, ৭ অক্টোবর : প্রথম ম্যাচে ইংল্যান্ডের কাছে মাত্র ৬৯ রানে অলআউট হয়ে ছিল দক্ষিণ আফ্রিকা। হেরেছিল ১০ উইকেটে। দ্বিতীয় ম্যাচে প্রত্যাবর্তন করল তারা।নিউ জিল্যান্ডেরকে ইন্দোরে দাপটের সঙ্গে হারাল তারা। তাদের পরবর্তী ম্যাচ হরমনপ্রীত কৌরদের সঙ্গে। টসে জিতে আগে ব্যাট করে ২৩১ রানে ইনিংস শেষ হয়ে যায় নিউ জিল্যান্ডের। দক্ষিণ আফ্রিকার নোনকুলুলেকো এমলাবা ৪০ রানে ৪ উইকেট নিয়েছেন।

দক্ষিণ আফ্রিকার শুরুটা ভালো হয়নি। ১৪ রানে ফেরেন উলভার্ট। তবে দ্বিতীয় উইকেটে তাজমিন ব্রিটস এবং সুনে লুসের ১৫৯ রানের জুটি ম্যাচ পুরোপুরি দক্ষিণ আফ্রিকাকে জয়ের পথে নিয়ে যায়। তাজমিন মাত্র ৮৯ বলে ১০১ করেন। এ দিন বিশ্বরেকর্ডও গড়েছেন তিনি। এক ক্যালেন্ডার বর্ষে তিনি পাঁচটি শতরান করলেন। ভেঙে দিলেন ভারতের স্মৃতি মন্ধানার রেকর্ড। প্রথম মহিলা ব্যাটার হিসাবে এই কাজ করে বিশ্বরেকর্ড গড়লেন তাজমিন। পরের দিকে দক্ষিণ আফ্রিকা দু’টি উইকেট হারালেও অসুবিধা হয়নি। শেষ পর্যন্ত খেলে দলকে জেতান লুস। ১১৪ বলে ৮৩ রানে অপরাজিত থাকেন তিনি।

You might also like!