প্যারিস, ২৯ জুলাই : আমেরিকার প্রোফেশনাল মহিলা বাস্কেটবল খেলোয়াড় ব্রিটন গ্রিনার। এবার দেশের হয়ে অলিম্পিকে এনে দিলেন দু'টি গোল্ড মেডেল। শুনলে অবাক হবেন, এই মহিলা বাস্কেটবল খেলোয়াড় জেল থেকে বেরিয়ে এসে এই সাফল্য পেলেন! ২০২২ সালে আমেরিকায় কোনও খেলা না থাকায় তিনি খেলতে গিয়েছিলেন রাশিয়াতে। সেখানে গিয়ে ফেঁসে যান মাদক মামলায়। যে মামলায় শেষ পর্যন্ত রাশিয়া গ্রিনারকে নয় বছরের সাজা দিয়েছিল।
সেই মামলায় দশ মাস জেল খাটার পর বিশেষ বন্দি বিনিময় চুক্তির মাধ্যমে গ্রিনারকে রাশিয়া থেকে ছাড়িয়ে নিয়ে যায় আমেরিকা। নানা প্রতিকূলতার মধ্যে ২০২২ সালে এনবিএ দিয়ে খেলায় ফেরেন গ্রিনার। ১০ মাস জেল খাটা সেই মহিলাই এখন প্যারিস অলিম্পিকে আমেরিকাকে দু'টো গোল্ড এনে দিলেন।