কলকাতা,
২৫ অক্টোবর: ঘূর্ণিঝড় 'দানা-র প্রভাবে
সেভাবে পড়লো না বাংলায়।
শুক্রবার সকাল ৮টা থেকেই
কলকাতা আন্তর্জাতিক বিমানবন্দর এবং ভুবনেশ্বর বিমানবন্দর
চালু করে দেওয়া হল
উড়ান পরিষেবা। ঘূর্ণিঝড়ের কথা মাথায় রেখে
বৃহস্পতিবার সন্ধ্যা থেকেই এই দুই বিমানবন্দর
বন্ধ রাখা হয়েছিল। একাধিক
উড়ান বাতিল করা হয়েছিল এর
জেরে। তবে শুক্রবার সকালে
ফের উড়ান ওঠানামা শুরু হয়েছে এই
দুই শহরের বিমানবন্দরে। তবে ওডিশা উপকূল
এবং গাঙ্গেয় পশ্চিমবঙ্গে ভোররাত থেকেই ভারী বৃষ্টি জারি
আছে।এদিকে, স্বাভাবিক হচ্ছে লোকাল ট্রেন।