Game

1 day ago

Kho Kho World Cup :জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিত খো খো বিশ্বকাপে অংশগ্রহণ করবে ২৪টি দেশ

Kho Kho World Cup
Kho Kho World Cup

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- খো খো ফেডারেশন অফ ইন্ডিয়া(কেকেএফআই) ঘোষণা করেছে আসন্ন জানুয়ারিতে ভারতে অনুষ্ঠিত খো খো বিশ্বকাপে ২৪টি দেশ অংশ নেবে। ১৩-১৯ জানুয়ারি ২০২৫ নয়াদিল্লির আইজিআই স্টেডিয়ামে খো খো বিশ্বকাপ হবে।

চ্যাম্পিয়নশিপে ঘানা, কেনিয়া, দক্ষিণ আফ্রিকা এবং উগান্ডা সহ অংশগ্রহণকারী দেশগুলি বৈচিত্র্যের সাক্ষী থাকবে। বাংলাদেশ, ভুটান, ইন্দোনেশিয়া, ইরান, মালয়েশিয়া, নেপাল, পাকিস্তান, দক্ষিণ কোরিয়া এবং শ্রীলঙ্কার পাশাপাশি আয়োজক ভারত এশিয়ার হয়ে শক্তিশালী প্রতিনিধিত্ব করবে। আর থাকবে ইংল্যান্ড, জার্মানি, নেদারল্যান্ডস এবং পোল্যান্ডের মতো অংশগ্রহণকারীরা। এছাড়া উত্তর আমেরিকার প্রতিনিধিত্ব করবে কানাডা এবং মার্কিন যুক্তরাষ্ট্র; দক্ষিণ আমেরিকার হয়ে ব্রাজিল এবং পেরু থাকবে, অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড ওশেনিয়ার ব্যানার বহন করবে।টুর্নামেন্টের কাঠামোতে পুরুষ ও মহিলা উভয় বিভাগই থাকবে, প্রতিটি বিভাগে ১৬টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।


You might also like!