Game

3 months ago

Chandu Borde : সামলেছেন গুরু দায়িত্ব, ২১ জুলাই কিংবদন্তি ক্রিকেটার চান্দু বোর্দের জন্মদিন

Chandu Borde (symbolic picture)
Chandu Borde (symbolic picture)

 

কলকাতা, ২০ জুলাই ঃ  চন্দ্রকান্ত গুলাবরাও চান্দু বোর্দে। ২১ জুলাই মহারাষ্ট্রের পুনেতে জন্মগ্রহণ করেন ভারতের এই কিংবদন্তি অলরাউন্ডার ক্রিকেটার। ১৯৫৮ থেকে ১৯৭০ তিনি ভারতের হয়ে প্রতিনিধিত্ব করেন। ভারতের হয়ে টেস্ট ম্যাচ খেলেছেন ৫৫টি।রান করেছেন ৩০৬১।সেঞ্চুরি করেছেন পাঁচটি,অর্ধ শতরান ১৮ টি।সর্বোচ্চ রান অপরাজিত ১৭৭। আর বোলিংয়ে নিয়েছেন ৫২টি উইকেট। পাঁচ উইকেট একবার।সেরা বোলিং ৫/৮৮। ক্যাচ ও স্টাম্পিং ৩৭ টি।

ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর বিসিসিআই-এর প্রশাসক হন ও জাতীয় দল নির্বাচকমণ্ডলীর সভাপতির দায়িত্বে ছিলেন।১৯৮৪-৮৬ ও ১৯৯৯-২০০২ - এ দুই মেয়াদে জাতীয় দল নির্বাচকমণ্ডলীর সভাপতির দায়িত্বে ছিলেন তিনি। এছাড়া তিনি ১৯৮৯ সালে ভারতীয় দলকে নিয়ে পাকিস্তান সফর ও ২০০৭ সালে আয়ারল্যান্ড ও ইংল্যান্ড সফরে যান।

১৯৫৮-৫৯ মরসুমে ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে বোর্দের টেস্ট অভিষেক হয়। ১৯৬৭ সালের ডিসেম্বরে অস্ট্রেলিয়া সফরে যান। অ্যাডিলেড অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথম টেস্টে ভারতের অধিনায়কের দায়িত্বএ ছিলেন। দ্বিতীয় টেস্ট থেকে অবশ্য নিয়মিত অধিনায়ক পতৌদি নবাব আবার ফিরে আসেন। তিনিই একমাত্র ভারতীয় ক্রিকেটার যিনি বহিঃর্বিশ্ব একাদশের হয়ে প্রতিনিধিত্ব করেন। মার্চ, ১৯৬৭ সালে বার্বাডোসের বিপক্ষে অংশ নেন তিনি। ক্রিকেটে অবদানের জন্য ভারত সরকার তাকে চতুর্থ ক্রিকেটার হিসেবে অর্জুন পুরস্কার ভূষিত করে। ১৯৬৯ সালে পদ্মশ্রী ও ২০০২ সালে ভারতের তৃতীয় সর্বোচ্চ বেসামরিক পুরস্কার পদ্মভূষণ লাভ করেন। ২০০৬ সালে বিসিসিআই থেকে তিনি সিকে নায়ড়ু আজীবন সম্মাননা পুরস্কার পান।

You might also like!