Game

1 year ago

Today ATK Mohan bagan starts in Durand cup : রাজস্থানের বিরুদ্ধে আজ ডুরান্ড অভিযান শুরু মোহনবাগানের

Today ATK Mohan bagan starts in Durand cup
Today ATK Mohan bagan starts in Durand cup

 

কলকাতা, ২০ আগস্ট  : আজ শনিবার ডুরান্ড কাপে অভিযান শুরু করতে চলেছে সবুজ-মেরুন। মোহনবাগানের প্রতিপক্ষ রাজস্থান ইউনাইটেড। গত তিন দিন ধরে রুদ্ধদ্বার অনুশীলন করেছেন মোহনবাগানের জনি কাউকো, শুভাশিস বসুরা। পজেশনাল ফুটবল, সেট পিসের উপরে জোর দিচ্ছেন মোহনবাগান কোচ। প্রতিপক্ষ রাজস্থানের কয়েকটি খেলা দেখেছেন ফেরান্দো। প্রতিপক্ষ সম্পর্কে স্পেনীয় কোচ বলেন, ”আই লিগের ক্লাব হলেও ভাল দল রাজস্থান ইউনাইটেড। যে কোনও প্রতিযোগিতার প্রথম ম্যাচ সবসময়েই কঠিন হয়। আমাদের জিততেই হবে।”

ডুরান্ডে মুম্বই সিটি, ইস্টবেঙ্গল, রাজস্থান ইউনাইটেড, ইন্ডিয়ান নেভির সঙ্গে রয়েছে মোহনবাগান। ফেরান্দো বলছেন, ”কঠিন গ্রুপে পড়েছি আমরা। পরের পর্বে যেতে হলে সাত বা আট পয়েন্ট লাগবেই। কিন্তু আমাদের লক্ষ্য থাকবে গ্রুপ লিগের চারটি ম্যাচই জেতা।”

এফসি গোয়ার পর মোহনবাগানের জার্সিতেও ডুরান্ড চ্যাম্পিয়ন হওয়ার সুয়োগ রয়েছে ফেরান্দোর সামনে। গোয়া অতীত হলেও ট্রফি জয়ের ধারা বজায় রাখতে চাইছেন তিনি। ফেরান্দোর কথায়, “এখন আমি মোহনবাগানের হয়ে ট্রফি জিততে চাই। এবারও চ্যাম্পিয়ন হওয়াই লক্ষ্য।” গ্রুপ পর্বে একটা-একটা করে ম্যাচ নিয়ে এগোতে চাইছেন। তাই এখনই ডার্বি নিয়ে কোনও ভাবনা নেই ফেরান্দোর। তবে ডুরান্ডের নকআউটে যাওয়ার ছকটা কষে ফেলেছেন। বললেন, “আমার হিসেবে পরের পর্বে যেতে ৭-৮ পয়েন্ট লাগবেই। কারণ আমরা কঠিন গ্রুপে রয়েছি। যদিও আমাদের লক্ষ্য গ্রুপের সব ম্যাচ জেতা।”


You might also like!