মিরপুর, ২৪ অক্টোবর : বৃহস্পতিবার মিরপুরের প্রথম টেস্ট জিতে ১-০তে এগিয়ে গেল দক্ষিণ আফ্রিকা। বাংলাদেশ দক্ষিণ আফ্রিকাকে লক্ষ্য দিয়েছিল ১০৬ রান। সেই রান ৭ উইকেট হাতে রেখে জয় তুলে নিল প্রোটিয়ারা।
চতুর্থ দিনের শুরুটা ভালো হয়নি বাংলাদেশের। বাকি থাকা তিন উইকেট খুব তাড়াতাড়ি তুলে নেয় দক্ষিণ আফ্রিকার বোলাররা। দিনের প্রথম ওভারেই রাবাদার বলে এলবিডব্লিউ হন নাঈম হাসান। এরপর তাইজুল ইসলামও মুল্ডারের বলে স্লিপে ক্যাচ দিয়ে ফেরেন।
এর কিছুক্ষণ পর শতকের জন্য অপেক্ষায় থাকা মেহেদী হাসান মিরাজ রাবাদার বলে স্লিপে ক্যাচ দিয়ে আউট হন। ১৯১ বলে ১০ চার এবং এক ছক্কায় ৯৭ রানে আউট হন মিরাজ। শেষ পর্যন্ত বাংলাদেশের দ্বিতীয় ইনিংস থামে ৩০৭ রানে।এই ইনিংসে ৬ উইকেট পেলেন প্রোটিয়া এই পেসার। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট পেয়েছেন রাবাদা। ৩ উইকেট পেয়েছেন কেশব মহারাজ। আর বাকি উইকেটটি মুল্ডারের।
১০৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে দক্ষিণ আফ্রিকা ৩ উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায়। দক্ষিণ আফ্রিকার যে ৩টি উইকেট পড়েছে সেই তিনটি উইকেটেই নিয়েছেন তাইজুল ইসলাম। প্রথম ইনিংসেও ৫ উইকেট নিয়েছিলেন তিনি। আগামী ২৯ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের দ্বিতীয় টেস্ট।