Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Game

1 year ago

Germany vs Scotland EURO 2024:শুক্রবার জার্মানি-স্কটল্যান্ড ম্যাচ দিয়ে শুরু হচ্ছে ইউরো

Germany vs Scotland EURO 2024
Germany vs Scotland EURO 2024

 

কলকাতা, ১৪ জুন : শুক্রবার ১৭তম ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে। ১০টি ভেন্যুতে খেলা হবে। খেলবে ২৪টি দেশ। দুই জার্মানি এক হওয়ার পর এই প্রথমবার ইউরোর একক আয়োজক হচ্ছে জার্মানি। উদ্বোধনী ম্যাচ রাত ১টায় শুরু হবে।

এর আগে জার্মানিতে ইউরো হয়েছিল ১৯৮৮ সালে। তার পরের বছরই বার্লিন ওয়াল ভেঙ্গে একক দেশ হয় জার্মানি। সব প্রস্তুতি শেষ।২৬শে জুন পর্যন্ত গ্রুপ পর্বে দুই থেকে চারটি ম্যাচ হবে।

শীর্ষ ষোলোর ম্যাচগুলো জন্য লড়াই শুরু হবে ২৯শে জুন থেকে। ফাইনাল হবে ১৪ জুন বার্লিনে। ইউরোর ম্যাচগুলো হবে যথাক্রমে অলিম্পিয়া স্টেডিয়াম, কোহলাইন স্টেডিয়াম, ডর্টমুন্ড, ডুসেলডর্ফ অ্যারেনা, ফ্র্যাঙ্কফুর্ট অ্যারেনা, গেলজেনকির্চেন অ্যারেনা, ভক্সপার্কস্টেডিয়ম হামবুর্গ, লাইপজিগ স্টেডিয়াম, মিউনিখ ও স্টুটগার্টে।


You might also like!