কলকাতা, ১৪ জুন : শুক্রবার ১৭তম ইউরোপের ফুটবলের শ্রেষ্ঠত্বের আসর ইউরো চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে জার্মানি ও স্কটল্যান্ডের ম্যাচ দিয়ে। ১০টি ভেন্যুতে খেলা হবে। খেলবে ২৪টি দেশ। দুই জার্মানি এক হওয়ার পর এই প্রথমবার ইউরোর একক আয়োজক হচ্ছে জার্মানি। উদ্বোধনী ম্যাচ রাত ১টায় শুরু হবে।
এর আগে জার্মানিতে ইউরো হয়েছিল ১৯৮৮ সালে। তার পরের বছরই বার্লিন ওয়াল ভেঙ্গে একক দেশ হয় জার্মানি। সব প্রস্তুতি শেষ।২৬শে জুন পর্যন্ত গ্রুপ পর্বে দুই থেকে চারটি ম্যাচ হবে।
শীর্ষ ষোলোর ম্যাচগুলো জন্য লড়াই শুরু হবে ২৯শে জুন থেকে। ফাইনাল হবে ১৪ জুন বার্লিনে। ইউরোর ম্যাচগুলো হবে যথাক্রমে অলিম্পিয়া স্টেডিয়াম, কোহলাইন স্টেডিয়াম, ডর্টমুন্ড, ডুসেলডর্ফ অ্যারেনা, ফ্র্যাঙ্কফুর্ট অ্যারেনা, গেলজেনকির্চেন অ্যারেনা, ভক্সপার্কস্টেডিয়ম হামবুর্গ, লাইপজিগ স্টেডিয়াম, মিউনিখ ও স্টুটগার্টে।