Breaking News
 
Jadavpur University Student Death: যাদবপুরে ছাত্রীর মৃত্যুতে চাঞ্চল্য, অনামিকার পরিবারের অভিযোগে খুনের মামলা রুজু! Kharagpur IIT: মাতৃভাষায় প্রযুক্তি শিক্ষা,খড়গপুর আইআইটিতে বাংলাভাষায় উচ্চশিক্ষার নতুন দিগন্ত! Jwala Gutta : মানবিকতায় উজ্জ্বল জ্বালা গুট্টা, অভাবী শিশুদের মুখে হাসি ফোটাতে ৩০ লিটার স্তন্যদুগ্ধ দান Calcutta high Court: অবসর নিলেন কলকাতা হাই কোর্টের প্রধান বিচারপতি শিবজ্ঞানম,নবতম দায়িত্বে বিচারপতি সৌমেন সেন! ISREL-IRAQ Conflict:'যুদ্ধঘোষণা' পশ্চিম এশিয়ার আরেক রাষ্ট্রনেতার, ইজ়রায়েলের বিরুদ্ধে ইসলামি সামরিক জোটের আহ্বান Helencha High School : ছাত্রীদের কুরুচিকর ইঙ্গিত? সহকারী প্রধানশিক্ষকের বিরুদ্ধে বিক্ষোভ, মাথা ফাটল মারধরে!

 

Game

2 years ago

Six foreign players come in East Bengal: ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেল ছয় বিদেশিই

Six foreign players come in East Bengal
Six foreign players come in East Bengal

 

কলকাতা, ২৫ মে  : কোচ সের্জিও লোবেরা ইস্টবেঙ্গলকে অনেক আশায় রেখে শেষ পর্যন্ত ওডিশা এফসিতে যোগ দিয়েছিলেন। সেই হতাশা কাটাতে এবার সেই ওডিশার ঘর থেকেই তারকা বিদেশিকে ছিনিয়ে নিতে চলেছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, আগামী মরশুমে ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠ দেখা যেতে পারে সাউল ক্রেসপোকে।

স্পেনের পনফেরান্দিনা থেকে উত্থান ক্রেসপোর। ২০১৫-২০২১ সাল পর্যন্ত ক্রেসপো স্পেনের বিভিন্ন ক্লাবের খেলার পর গত বছর অর্থাৎ ২০২২ সালে

প্ৰথমবার স্পেনের বাইরে পা রাখেন। সেবার এক বছরের চুক্তিতে সই করেন ওডিশা এফসিতে। ওডিশার জোসেফ গামবাউয়ের কোচিংয়ে বছরভর বেশ নজরকাড়া ফুটবল খেলেছিলেন। দলকে সুপার কাপ জিততেই সাহায্য করেন। লোবেরার ওডিশা তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করার আগেই তিনি আপাতত পা বাড়িয়ে ইস্টবেঙ্গলের দিকে। যেখানে তিনি গুরু হিসাবে পাবেন কার্লেস কুয়াদ্রাতকে।

মাত্র ২৬ বছর বয়স। বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে খেলতে পারেন। কুয়াদ্রাতের কোচিং স্টাইলের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারবেন তিনি।

সবমিলিয়ে, ইস্টবেঙ্গলের ছয় বিদেশিই কার্যত চূড়ান্ত হয়ে গেল। আপফ্রন্টে ক্লেইটনের সঙ্গে জুটি বাঁধবেন জেভিয়ের সিভেরিও। মিডফিল্ডার পজিশনে দুই বিদেশি থাকছেন বোরহা হেরেরা এবং ক্রেসপো। ডিপ ডিফেন্সে ইভান গঞ্জালেজের সঙ্গে জুটি বাঁধবেন সম্ভবত অস্ট্রেলিয়ান জেমস দোনাচি।


You might also like!