Breaking News
 
Kolkata Accident: রেসকোর্সের সামনে দুই সাফাইকর্মীকে ধাক্কা গাড়ির, গুরুতর আহত ৪ জন Mamata Banerjee: “বঙ্কিমচন্দ্রকে বঙ্কিমদা বলা অসম্মান” — কোচবিহারে তীব্র আক্রমণ মমতার Mamata Banerjee: “যুদ্ধ যখন বাঁধে, সবাইকে কাঁধে কাঁধে মিলিয়ে লড়াই করতে হয়”— কোচবিহারের জনসভায় দলীয় ঐক্যের ডাক মমতার Mamata Banerjee: শ্রমিকদের স্বার্থে লড়াই, কাগজ ছিঁড়ে নতুন শ্রমকোডের প্রতিবাদে মমতা Mamata Banerjee: বাংলায় হবে না এনআরসি ও ডিটেনশন ক্যাম্প, সোনালি বিবি প্রসঙ্গে কোচবিহারে জনসভা থেকে জোরালো বার্তা মমতার Donation for Humayun Kabir’s Babri Masjid in Murshidabad: বাবরি মসজিদে অনুদানের জোয়ার! দানবাক্সে টাকার পাহাড়, যন্ত্র চলছে দিনরাত—নগদ ও অনলাইন মিলিয়ে মোট কত টাকা জমা পড়ল?

 

Game

2 years ago

Six foreign players come in East Bengal: ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেল ছয় বিদেশিই

Six foreign players come in East Bengal
Six foreign players come in East Bengal

 

কলকাতা, ২৫ মে  : কোচ সের্জিও লোবেরা ইস্টবেঙ্গলকে অনেক আশায় রেখে শেষ পর্যন্ত ওডিশা এফসিতে যোগ দিয়েছিলেন। সেই হতাশা কাটাতে এবার সেই ওডিশার ঘর থেকেই তারকা বিদেশিকে ছিনিয়ে নিতে চলেছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, আগামী মরশুমে ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠ দেখা যেতে পারে সাউল ক্রেসপোকে।

স্পেনের পনফেরান্দিনা থেকে উত্থান ক্রেসপোর। ২০১৫-২০২১ সাল পর্যন্ত ক্রেসপো স্পেনের বিভিন্ন ক্লাবের খেলার পর গত বছর অর্থাৎ ২০২২ সালে

প্ৰথমবার স্পেনের বাইরে পা রাখেন। সেবার এক বছরের চুক্তিতে সই করেন ওডিশা এফসিতে। ওডিশার জোসেফ গামবাউয়ের কোচিংয়ে বছরভর বেশ নজরকাড়া ফুটবল খেলেছিলেন। দলকে সুপার কাপ জিততেই সাহায্য করেন। লোবেরার ওডিশা তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করার আগেই তিনি আপাতত পা বাড়িয়ে ইস্টবেঙ্গলের দিকে। যেখানে তিনি গুরু হিসাবে পাবেন কার্লেস কুয়াদ্রাতকে।

মাত্র ২৬ বছর বয়স। বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে খেলতে পারেন। কুয়াদ্রাতের কোচিং স্টাইলের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারবেন তিনি।

সবমিলিয়ে, ইস্টবেঙ্গলের ছয় বিদেশিই কার্যত চূড়ান্ত হয়ে গেল। আপফ্রন্টে ক্লেইটনের সঙ্গে জুটি বাঁধবেন জেভিয়ের সিভেরিও। মিডফিল্ডার পজিশনে দুই বিদেশি থাকছেন বোরহা হেরেরা এবং ক্রেসপো। ডিপ ডিফেন্সে ইভান গঞ্জালেজের সঙ্গে জুটি বাঁধবেন সম্ভবত অস্ট্রেলিয়ান জেমস দোনাচি।


You might also like!