Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Game

2 years ago

Six foreign players come in East Bengal: ইস্টবেঙ্গলে চূড়ান্ত হয়ে গেল ছয় বিদেশিই

Six foreign players come in East Bengal
Six foreign players come in East Bengal

 

কলকাতা, ২৫ মে  : কোচ সের্জিও লোবেরা ইস্টবেঙ্গলকে অনেক আশায় রেখে শেষ পর্যন্ত ওডিশা এফসিতে যোগ দিয়েছিলেন। সেই হতাশা কাটাতে এবার সেই ওডিশার ঘর থেকেই তারকা বিদেশিকে ছিনিয়ে নিতে চলেছে ইস্টবেঙ্গল। সূত্রের খবর, আগামী মরশুমে ইস্টবেঙ্গলের জার্সিতে মাঠ দেখা যেতে পারে সাউল ক্রেসপোকে।

স্পেনের পনফেরান্দিনা থেকে উত্থান ক্রেসপোর। ২০১৫-২০২১ সাল পর্যন্ত ক্রেসপো স্পেনের বিভিন্ন ক্লাবের খেলার পর গত বছর অর্থাৎ ২০২২ সালে

প্ৰথমবার স্পেনের বাইরে পা রাখেন। সেবার এক বছরের চুক্তিতে সই করেন ওডিশা এফসিতে। ওডিশার জোসেফ গামবাউয়ের কোচিংয়ে বছরভর বেশ নজরকাড়া ফুটবল খেলেছিলেন। দলকে সুপার কাপ জিততেই সাহায্য করেন। লোবেরার ওডিশা তাঁর সঙ্গে চুক্তি নবীকরণ করার আগেই তিনি আপাতত পা বাড়িয়ে ইস্টবেঙ্গলের দিকে। যেখানে তিনি গুরু হিসাবে পাবেন কার্লেস কুয়াদ্রাতকে।

মাত্র ২৬ বছর বয়স। বক্স টু বক্স মিডফিল্ডার হিসাবে খেলতে পারেন। কুয়াদ্রাতের কোচিং স্টাইলের সঙ্গে দ্রুত খাপ খাইয়ে নিতে পারবেন তিনি।

সবমিলিয়ে, ইস্টবেঙ্গলের ছয় বিদেশিই কার্যত চূড়ান্ত হয়ে গেল। আপফ্রন্টে ক্লেইটনের সঙ্গে জুটি বাঁধবেন জেভিয়ের সিভেরিও। মিডফিল্ডার পজিশনে দুই বিদেশি থাকছেন বোরহা হেরেরা এবং ক্রেসপো। ডিপ ডিফেন্সে ইভান গঞ্জালেজের সঙ্গে জুটি বাঁধবেন সম্ভবত অস্ট্রেলিয়ান জেমস দোনাচি।


You might also like!