Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Game

2 years ago

Sindhu and Prannoy in Malaysia Masters Open: মালয়েশিয়া মাস্টার্স ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু ও প্রণয়

PV Sindhu-  HS Prannoy
PV Sindhu- HS Prannoy

 

নয়াদিল্লি, ২৫ মে : চলতি মরশুমের মালয়েশিয়া মাস্টার্স ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন দুই ভারতীয় শার্টলার। এঁরা হলেন পিভি সিন্ধু এবং এইচএস প্রণয়। বৃহস্পতিবার এই শার্টলারই জয় তুলে নেন।

অলিম্পিকে পদকজয়ী ভারতীয় মহিলা টেনিস তারকা পিভি সিন্ধু পরাজিত করেন জাপানিজ শার্টলার আয়া ওহরিকে। স্ট্রেট সেটে সিন্ধুর কাছে হার মানেন তিনি। তবে সিন্ধু সহজে জয় পেলেও অপর ভারতীয় শার্টলার এইচএস প্রণয়কে জয় পেতে কিছুটা বেগ পেতে হয়েছিল। প্রণয় পরাজিত করেন চিনের সাই ফেং লি-কে।

সিন্ধু বর্তমানে বিশ্ব ক্রম তালিকায় ১৩ নম্বর স্থানে অবস্থান করছেন। সেখানে মালয়েশিয়া ওপেনে তাঁর প্রতিপক্ষ আয়া রয়েছেন ২৮ নম্বর স্থানে। কাজেই সিন্ধুর এই ম্যাচ জয় তুলে নেন মাত্র ৪০ মিনিটের মধ্যেই। খেলার ফল ২১-১৬, ২১-১১। এর আগে হেড টু হেট পরিসংখ্যানে সিন্ধু অনেকটাই এগিয়ে ছিল তাঁর প্রতিপক্ষের থেকে। বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে তাঁরা মোট ১২ বার মুখোমুখি হলেন। এবং সিন্ধু ম্যাচে জেতার সঙ্গে সঙ্গে আয়ার থেকে এগিয়ে গেলেন ১২-০ ব্যবধানে। এরপর কোয়ার্টার ফাইনালে সিন্ধু মুখোমুখি হবেন চিনের ই ম্যান ঝাংয়ের বিরুদ্ধে।

You might also like!