Game

1 week ago

Sindhu and Prannoy in Malaysia Masters Open: মালয়েশিয়া মাস্টার্স ওপেনের কোয়ার্টার ফাইনালে সিন্ধু ও প্রণয়

PV Sindhu-  HS Prannoy
PV Sindhu- HS Prannoy

 

নয়াদিল্লি, ২৫ মে : চলতি মরশুমের মালয়েশিয়া মাস্টার্স ওপেনের কোয়ার্টার ফাইনালে পৌঁছলেন দুই ভারতীয় শার্টলার। এঁরা হলেন পিভি সিন্ধু এবং এইচএস প্রণয়। বৃহস্পতিবার এই শার্টলারই জয় তুলে নেন।

অলিম্পিকে পদকজয়ী ভারতীয় মহিলা টেনিস তারকা পিভি সিন্ধু পরাজিত করেন জাপানিজ শার্টলার আয়া ওহরিকে। স্ট্রেট সেটে সিন্ধুর কাছে হার মানেন তিনি। তবে সিন্ধু সহজে জয় পেলেও অপর ভারতীয় শার্টলার এইচএস প্রণয়কে জয় পেতে কিছুটা বেগ পেতে হয়েছিল। প্রণয় পরাজিত করেন চিনের সাই ফেং লি-কে।

সিন্ধু বর্তমানে বিশ্ব ক্রম তালিকায় ১৩ নম্বর স্থানে অবস্থান করছেন। সেখানে মালয়েশিয়া ওপেনে তাঁর প্রতিপক্ষ আয়া রয়েছেন ২৮ নম্বর স্থানে। কাজেই সিন্ধুর এই ম্যাচ জয় তুলে নেন মাত্র ৪০ মিনিটের মধ্যেই। খেলার ফল ২১-১৬, ২১-১১। এর আগে হেড টু হেট পরিসংখ্যানে সিন্ধু অনেকটাই এগিয়ে ছিল তাঁর প্রতিপক্ষের থেকে। বৃহস্পতিবারের ম্যাচ নিয়ে তাঁরা মোট ১২ বার মুখোমুখি হলেন। এবং সিন্ধু ম্যাচে জেতার সঙ্গে সঙ্গে আয়ার থেকে এগিয়ে গেলেন ১২-০ ব্যবধানে। এরপর কোয়ার্টার ফাইনালে সিন্ধু মুখোমুখি হবেন চিনের ই ম্যান ঝাংয়ের বিরুদ্ধে।

You might also like!