কলকাতা, ২১ মে : আইপিএলে মঙ্গলবার রাতে নিয়মরক্ষার ম্যাচে মুখোমুখি হয়েছিল রাজস্থান ও চেন্নাই। দুই দলই আগেই বিদায় নিয়েছে আইপিএল থেকে। ফলে ম্যাচের কোনও গুরুত্ব ছিল না। তবে গুরুত্বহীন ম্যাচটিতে ধোনির চেন্নাইকে হারিয়ে রাজস্থান শেষ করেছে এবারের আইপিএল মিশন। অরুণ জেটলি স্টেডিয়ামে টস হেরে আগে ব্যাটিং করে ধোনির চেন্নাই। আয়ুষ মাত্রের ৪৩, ডেওয়াল্ড ব্রেভিস ৪২ এবং শিবম দুবের ৩৯ রানের উপর ভর করে ৮ উইকেটে ১৮৭ রান করে চেন্নাই। রাজস্থানের হয়ে ৩ টি করে উইকেট পান যুধবীর সিংহ এবং আকাশ মাধওয়াল। এই রানের জবাব দিতে গিয়ে শুরুতেই ঝড় তোলে রাজস্থানের জয়সওয়াল। তবে বড় রান করতে পারেননি তিনি। ১৯ বলে ৩৬ রানে ফেরেন এই ভারতীয় ওপেনার। তবে দ্বিতীয় উইকেটে সূর্যবংশী ও স্যামসনের ৯৮ রানের জুটিই রাজস্থানের জয় সহজ এনে দেয়।
স্যামসন ৩১ বলে ৪১ রান করে আউট হন আর ৩৩ বলে ৫৭ রানের দুর্দান্ত ইনিংস উপহার দেন সূর্যবংশী। এই ইনিংসে ৪টি ছক্কা হাঁকিয়ে ১৪ বছর বয়সি এই তরুণ একটি রেকর্ডে ভাগ বসায়। আইপিএলে নিজের অভিষেক মরসুমেই ২৪টি ছক্কা মারলেন তিনি, যা এক মরসুমে ২০ বছরের কম বয়সি ব্যাটসম্যানদের মধ্যে যৌথভাবে সর্বোচ্চ। ২০১৭ আসরে ঋষভ পন্থ ২৪টি ছক্কা মেরেছিলেন ১৯ বছর ৭ মাস বয়সে। সূর্যবংশী মাত্র ১৪ বছর ১ মাস বয়সেই পন্থকে ছুঁয়ে ফেললেন। ম্যাচের শেষ দিকে জুরেল ১২ বলে ৩১ রানে অপরাজিত থেকে ৬ উইকেট ও ১৭ বল হাতে রেখে রাজস্থানকে জয় এনে দেন। চেন্নাইয়ের হয়ে ২ উইকেট নিয়েছেন অশ্বিন।