Game

1 week ago

Paris Paralympics 2024: প্যারিস প্যারালিম্পিক ২০২৪: একটি গৌরবময় শো দিয়ে গেমসের সমাপ্তি

Paris Paralympics 2024
Paris Paralympics 2024

 

প্যারিস, ৯ সেপ্টেম্বর : একটা মিউজিকের মধ্যে দিয়ে প্যারিস প্যারা অলিম্পিকের সমাপ্তি ঘটেছে। যেখানে সঙ্গীতশিল্পী সান্তার পারফরম্যান্সের মাধ্যমে স্টেড দ্য ফ্রান্সে পার্টি শুরু হয়। বাজানো হয় ফ্রান্সের জাতীয় সঙ্গীত।

প্যারেড অফ নেশনসে দেশগুলো বর্ণানুক্রমিকভাবে উঠে এসেছে। এই প্যারেডে তীরন্দাজ হারবিন্দর এবং স্প্রিন্টার প্রীতি পাল ভারতের পতাকা বহন করেছেন।

ফ্রান্সের ২৪টি শীর্ষ ডিজে স্টেড ডি ফ্রান্স দখল করেছে সমাপ্তি অনুষ্ঠানকে। একটা দুর্দান্ত পরিবেশ। গত দুই সপ্তাহ ধরে স্টেডিয়ামের বাইরে জ্বলজ্বল করা কলড্রোন নিভে গেছে।

অনুষ্ঠানের শেষে রাষ্ট্রপতি গেমসের তার চূড়ান্ত ভাষণ দিয়েছেন। আর আন্তর্জাতিক প্যারালিম্পিক কমিটির সভাপতি অ্যান্ড্রু পার্সনস প্রতিযোগিতা বন্ধ ঘোষণা করেছেন।

এরপর ফ্রান্সের জাতীয় সংগীত ও আমেরিকার পতাকা উত্তোলনের মাধ্যমে ফ্রান্সের হাত থেকে ব্যাটনটি আমেরিকায় চলে যায় যেখানে প্যারালিম্পিকের পরবর্তী সংস্করণ অনুষ্ঠিত হতে চলেছে।


You might also like!