Game

7 hours ago

Boxing legend Nino Benvenuti dies: অলিম্পিক বক্সিং চ্যাম্পিয়ন নিনো বেনভেনুতি ৮৭ বছর বয়সে প্রয়াত

Boxing legend Nino Benvenuti dies aged 87
Boxing legend Nino Benvenuti dies aged 87

 

রোম, ২১ মে : নিনো বেনভেনুতি, একজন প্রাক্তন ইতালীয় বক্সার যিনি ১৯৬০ সালে নিজের দেশ রোম অলিম্পিকে স্বর্ণ জিতেছিলেন এবং পেশাদার হিসাবে দুটি ওজন শ্রেণীতে বিশ্ব চ্যাম্পিয়নশিপ শিরোপা অর্জন করেছিলেন। মঙ্গলবার , ৮৭ বছর বয়সে তিনি মারা যান। ইতালীয় জাতীয় অলিম্পিক কমিটি, কেওএনআই জানিয়েছে যে বেনভেনুতি মঙ্গলবার মারা গেছেন। তবে মৃত্যুর কারণ প্রকাশ করেনি। কেওএনআই বেনভেনুতিকে দেশের ইতিহাসের অন্যতম সেরা বক্সার বলে অভিহিত করেছে সেই সঙ্গে তারা দেশের সবচেয়ে প্রিয় ক্রীড়াবিদদের একজন বলেছে। এই মার্জিত বক্সার ১৯৬০ সালে রোমে অলিম্পিক ওয়েলটারওয়েট খেতাব জিতেছিলেন। এই গেমসে ক্যাসিয়াস ক্লে - যিনি পরে মুহাম্মদ আলী হয়েছিলেন তিনি হেভিওয়েট স্বর্ণপদক জিতেছিলেন। আন্তর্জাতিক অলিম্পিক কমিটির তথ্য অনুযায়ী, বেনভেনুতি ১২০টি ম্যাচে মাত্র একটিতে হেরে তার অপেশাদার কেরিয়ার শেষ করেছিলেন। ১৯৬১ সালে পেশাদার হওয়ার পর, তিনি বিশ্ব লাইট মিডলওয়েট এবং মিডলওয়েট চ্যাম্পিয়ন হন দুবার।

You might also like!