Game

1 year ago

Nitu Ganghas : ষষ্ঠ ভারতীয় হিসাবে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীতু গংঘাস

World Boxing Championship
World Boxing Championship

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ এবারের বিশ্ব মিট থেকে ভারতকে প্রথম সোনা এনে দিলেন ২২ বছরের নীতু গংঘাস । মঙ্গোলিয়ার বক্সার লুস্তাইখান আলতেনসেটসেগকে হারিয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনার পদক জিতেছেন নীতু। ৪৮ কেজি বিভাগে ৫-০ ব্যবধানে দাপট দেখিয়ে সোনা জিতেছেন দু’বারের যুব চ্যাম্পিয়ন নীতু। ষষ্ঠ ভারতীয় হিসেবে মহিলাদের বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে সোনা জিতলেন নীতু ।


আলুয়া বালকিবেকোভাকে ৫-২ হারিয়ে ফাইনালে নিজের জায়গা পাকা করে নিয়েছিলেন নীতু গংঘাস । এর আগে গত বছর কমনওয়েলথ গেমসে সোনা জিতলেও, বক্সিং চ্যাম্পিয়নশিপে কোনওদিনও সোনা জিততে পারেননি নীতু। তাই প্রথমবার খেতাব জয়ের আশা নিয়েই রিংয়ে নেমেছিলেন তিনি। প্রথম রাউন্ডে কিন্তু শুরু থেকেই নীতু দাপট দেখান। দ্বিতীয় রাউন্ডের শুরুর দিকে অবশ্য দুই বক্সারই হাড্ডাহাড্ডি লড়াই করেন। তবে শেষের দিকে নীতু রাশ নিজের দখলে নিয়ে নেন। প্রথম দু’টো রাউন্ডে এগিয়ে থাকার পর তৃতীয় রাউন্ডে হাড্ডাহাড্ডি লড়াই দেখা যায়। দু’জনই হলুদ কার্ডও দেখেন। কিন্তু নীতুর বেশ কয়েকটি নিখুঁত পাঞ্চের কোনও জবাব ছিল না লুস্তাইখানের কাছে। ফলে শেষ অবধি ৫-০ ব্যবধানে বাউট জিতে নেন বছর ২২ এর নীতু।


নীতুর আগে মেরি কম, সরিতা দেবী, জেনি আরএল, লেখা কেসি এবং গত বছর নিখাত জারিন বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপে ভারতের হয়ে স্বর্ণপদক জিতেছিলেন। প্রত্যেকেই একবার চ্যাম্পিয়নশিপ জিতলেও, মেরি কমই একমাত্র বক্সার যিনি এক, দুই নয়, ছয়বার বিশ্বখেতাব জিতেছেন। নীতুর পদক নিয়ে বিশ্ব বক্সিং চ্যাম্পিয়নশিপের ইতিহাসে ভারত মোট ১১টি স্বর্ণপদক জিতল। তবে এখানেই শেষ নয়।


এই বিশ্ব চ্যাম্পিয়নশিপে ভারত আরও তিনটি স্বর্ণপদক জিততে পারে। কারন স্বাতী বোড়া, লভলিনা বড়গোঁহাই ও গত বারের চ্যাম্পিয়ন নিখাতও নিজেদের বিভাগের ফাইনালে পৌঁছেছেন। অর্থাৎ ভারতের সামনে আরও তিনটি সোনা জেতার সম্ভাবনা রয়েছে। এই তিন ভারতীয়র মধ্যে নীতু ও লভলিনা কাল নিজেদের ফাইনাল ম্যাচ খেলতে নামলেও, আজ আর কিছুক্ষণের মধ্যেই স্বাতী নিজের স্বর্ণপদক ম্যাচের জন্য রিঙয়ে নেমে পড়বেন।

You might also like!