দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ- বাংলার হকির সোনালী অতীত রয়েছে। সেই পরিপ্রেক্ষিতে শনিবার হকি বেঙ্গল কংগ্রেস কলকাতাতে অনুষ্ঠিত হয়েছে। এর পরিপ্রেক্ষিতেই ১৩ জনের এক নতুন কর্মসমিতি গড়ে তোলা হয়েছে। মূল লক্ষ্য হল - বাংলার হকির পুনরুজ্জীবনের লক্ষ্যেই কাজ চলবে। একযোগে তা জানিয়েছেন নব গঠিত সংস্থার সমস্ত সদস্য।
এদিকে, নতুন দায়িত্ব হাতে পেয়েই অকপটে তা জানিয়েছেন নব নির্বাচিত সভাপতি সুজিত বসু। এ রাজ্যের অগ্নি নির্বাপণ ও জরুরি পরিষেবা দফতরের ভারপ্রাপ্ত মন্ত্রী তিনি। কলকাতার পিয়ারলেস ইন হোটেলে এক সাংবাদিক সম্মেলনে এ নিয়ে বিস্তারিত জানিয়েছেন তিনি। যথারীতি ইসতিয়াক আহমেদ সম্পাদক পদে পুনরায় নির্বাচিত হয়েছেন।
অন্যদিকে, ১৩ জনের নব নির্বাচিত কমিটির মধ্যেই চারজন মহিলা প্রতিনিধি রয়েছেন। উল্লেখ্য, যুগ্ম সম্পাদক পদে দুজন ওই দায়িত্বে রয়েছেন। তিনজন কর্মসমিতির সদস্য রয়েছেন। দুই জন আ্যথলেটিক প্রতিনিধিও এই নতুন কমিটিতে স্থান পেয়েছেন তবে উভয়েই মহিলা। সহ - সভাপতি পদে একজন ও যুগ্ম সম্পাদক পদে আরেকজন মহিলা নির্বাচিত হন। এছাড়াও ক্রীড়া প্রতিনিধি আরো দু'জন মহিলা । সেইসঙ্গে মহম্মদ ফিরোজ আনসারি, সেক্রেটারি এই মুহূর্তে হকি ইন্ডিয়ার পর্যবেক্ষক পদে রয়েছেন তাঁর উপস্থিতিতেই এই নির্বাচন প্রক্রিয়া সম্পন্ন হয়েছে।