কলকাতা, ২৩ সেপ্টেম্বর : অংশুমান দত্তজিরাও গায়কোয়াড়। ভারতের এই প্রাক্তন অধিনায়ক আজকের দিনে (২৩ সেপ্টেম্বর) জন্মগ্রহণ করেছিলেন তৎকালীন মহারাষ্ট্রের বোম্বেতে। তিনি ভারতীয় ক্রিকেট দলে মূলত ডানহাতি উদ্বোধনী ব্যাটসম্যান ছিলেন। এছাড়া ডানহাতে অফ ব্রেক বোলিংয়ে পারদর্শিতা দেখাতেন। ‘গ্রেট ওয়াল’ ডাকনামে পরিচিত ছিলেন তিনি । ঘরোয়া ক্রিকেটে বরোদার হয়ে প্রতিনিধিত্ব করেছিলেন তিনি। অবসর পরবর্তীকালে ১৯৯০-এর দশকে দুই মেয়াদে ভারতীয় ক্রিকেট দলের কোচের দায়িত্ব পালন করেন তিনি।
প্রাক্তন ভারতীয় অধিনায়ক দত্ত গায়কোয়াড়ের সন্তান অংশুমান। ১৯৭৪ সালের ২৭ ডিসেম্বর ইডেন গার্ডেন ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তার টেস্ট অভিষেক হয়। আর এই মাঠেই ১৯৮৪র ৩১ ডিসেম্বর শেষ টেস্ট খেলেছিলেন ইংল্যান্ডের বিপক্ষে। কেরিয়ারে ৪০ টেস্টে ৩০.০৭ গড়ে ২টি সেঞ্চুরি ও ১০টি হাফ সেঞ্চুরি করেছিলেন। মোট ১,৯৮৫ রান করেন। ১৯৭৫-৭৬ মরসুমে জামাইকায় আধুনিককালের বডিলাইন সিরিজে ওয়েস্ট ইন্ডিজের মাইকেল হোল্ডিংয়ের বলের বিপক্ষে মোকাবেলা করে ৮১ তোলেন।১৯৮২-৮৩ মরসুমে জলন্ধরে পাকিস্তানের বিরুদ্ধে সর্বোচ্চ ২০১ রান তোলেন তিনি। এছাড়াও ১৫ ওডিআইয়ে অংশ নিয়েছেন তিনি। ১৯৭৫তে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে ওডিআই অভিষেক হয় তার। ১৯৭৫ ও ১৯৭৯ সালের ক্রিকেট বিশ্বকাপে ভারতীয় দলের অন্যতম সদস্য ছিলেন তিনি।
ক্রিকেট থেকে অবসর নেওয়ার পর ১৯৯৭ সালে ভারতীয় দলে প্রথমবারের মতো কোচ হন। ক্রিকেট বিশ্বকাপের পর সেপ্টেম্বর, ১৯৯৯ সালে কপিল দেব তার স্থলাভিষিক্ত হন। পরবর্তীকালে আগস্ট, ২০০০ সাল থেকে অক্টোবর, ২০০০ সাল পর্যন্ত আবার জাতীয় দলের কোচ হন তিনি। শেষ জীবনে গায়কোয়াড় ক্যান্সারে ভুগছিলেন। লন্ডনের কিংস কলেজ হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। গায়কোয়াড়ের চিকিৎসার জন্য আর্থিক সহায়তা প্রদানও করেছিল বিসিসিআই। কিন্তু শেষ রক্ষা হয়নি। ২০২৪ সালের ৩১ জুলাই গায়কোয়াড় গুজরাতের বদোদরায় মারা যান।