নয়াদিল্লি, ২৯ জুলাই : মহিলাদের ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পেয়েছেন মনু ভাকের। প্যারিস অলিম্পিক্স থেকে ভারতকে প্রথম পদক এনে দিয়েছেন তিনি। মাত্র ০.১ পয়েন্টের জন্য রুপোর পদক হাতছাড়া হয়েছে তাঁর। শুটার মনুকে অভিনন্দন জানিয়েছেন কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া। একইসঙ্গে তিনি বলেছেন, দেশের খেলাধুলাকে আরও এগিয়ে নিয়ে যেতে হবে।
সোমবার সকালে এক সাংবাদিক সম্মেলনে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, "আমি মনু ভাকেরকে অভিনন্দন জানাতে চাই, যিনি ১০ মিটার এয়ার পিস্তল ইভেন্টে ব্রোঞ্জ জিতেছেন এবং ভারতকে খ্যাতি এনে দিয়েছেন। তিনি খেলো ইন্ডিয়া উদ্যোগে প্রশিক্ষণ নিয়েছিলেন। প্রধানমন্ত্রী মোদী সিদ্ধান্ত নিয়েছিলেন, যদি দেশকে খেলাধুলায় এগিয়ে নিয়ে যেতে হয়, তাহলে আমাদের শিশু ও যুবকদের প্রতিভাকে খুঁজে বার করতে হবে, আমাদের খেলাধুলার জন্য পরিকাঠামো তৈরি করতে হবে। জাতীয় খেলা আয়োজন করতে হবে এবং তবেই দেশ খেলাধুলায় এগিয়ে যাবে। সেই কারণেই খেলো ইন্ডিয়ার জন্য ৯০০ কোটি টাকারও বেশি বরাদ্দ করা হয়েছে।