ম্যানচেস্টার, ২১ মে : ইতিহাদ স্টেডিয়ামে মঙ্গলবার রাতে প্রিমিয়ার লিগের ম্যাচে বোর্নমাউথকে ৩-১ গোলে হারিয়েছে ম্যানচেস্টার সিটি। এই জয়ে পয়েন্ট টেবিলে এক লাফে তিন ধাপ এগিয়ে তিনে চলে গেল ম্যানচেস্টার সিটি। এতে দলটির আগামী মরসুমে চ্যাম্পিয়নস লিগে খেলার সম্ভাবনাও উজ্জ্বল হল । এক দশকের অনেক সাফল্যের নায়ক কেভিন ডে ব্রুইনের ম্যানচেস্টার সিটির জার্সিতে বুধবার ঘরের মাঠে শেষবারের মতো ম্যাচ খেললেন। গ্যালারিতে ছিল তার অনেক ভক্ত। তাদের হাতে ছিল ‘কিং কেভ’ লেখা ব্যানার। তিনি বুধবার গোলের সুবর্ণ সুযোগ পেয়েও নষ্ট করেছেন। গোল করতে পারলে বিশেষ ক্ষণটাকে আরও স্মরণীয় করে রাখতে পারতেন তিনি। তবে দলের দারুণ জয়ে প্রিয় আঙিনায় শেষটা সুখকরই হলো ডে ব্রুইনের।
প্রথমার্ধেই ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে ব্যবধান দ্বিগুণ করেন বের্নার্দো সিলভা। শেষ দিকে তৃতীয় গোলটি করেন নিকো গনসালেস। চ্যাম্পিয়ন লিভারপুলের পর আর্সেনালেরও চ্যাম্পিয়নস লিগে খেলা নিশ্চিত হয়ে গেছে। ৩৭ রাউন্ড শেষে লিভারপুলের পয়েন্ট ৮৩ আর আর্সেনালের পয়েন্ট ৭১। ৬৮ পয়েন্ট নিয়ে তৃতীয় স্থানে উঠেছে ম্যানচেস্টার সিটি। সমান ৬৬ করে পয়েন্ট নিয়ে নিউক্যাসল ইউনাইটেড চতুর্থ, চেলসি পঞ্চম ও অ্যাস্টন ভিলা ষষ্ঠ স্থানে আছে। ৬৫ পয়েন্ট নিয়ে ৭ নম্বর দল নটিংহ্যাম ফরেস্টও এই লড়াইয়ে আছে।