বার্সেলোনা, ৪ নভেম্বর : লা লিগায় এস্পানিওলকে হারিয়ে শীর্ষে পৌঁছে গেল বার্সা। রিয়াল মাদ্রিদের থেকে ৯ পয়েন্টে এগিয়ে গেল হান্সি ফ্লিকের দল।অলিম্পিক স্টেডিয়ামে রবিবার রাতে লা লিগার ম্যাচে ৩-১ গোলে জিতেছে বার্সেলোনা। বার্সেলোনার হয়ে জোড়া গোল করেন দানি ওলমো, অন্যটি রাফিনিয়া। এস্পানিওলের হয়ে ব্যবধান কমিয়েছেন হাভি পুয়াদো।অষ্টম মিনিটেই প্রথম গোল পায় বার্সেলোনা। সাফল্য পান ওলমো। দ্বাদশ মিনিটে লামিনে ইয়ামালের দুর্দান্ত ক্রস থেকে গোল করেন আবার ওলমো। এই গোলের পাঁচ মিনিট পর সফরকারীদের একরাশ হতাশায় ব্যবধান বাড়ান রাফিনিয়া। মাঝমাঠ থেকে মার্ক কাসাদোর বাড়ানো বল থেকে এই ব্রাজিলিয়ান উইঙ্গার গোলটি করেন। ৬৩তম মিনিটে বক্সের বাইরে থেকে বল জালে পাঠিয়ে ব্যবধান কমান পুয়াদো।
১২ ম্যাচে টানা চতুর্থ ও সব মিলিয়ে ১১ জয়ে ৩৩ পয়েন্ট নিয়ে বার্সেলোনা পৌঁছে গেল শীর্ষস্থানে । রিয়াল ২৪ পয়েন্ট নিয়ে আছে দুই নম্বরে। শিরোপাধারীরা এক ম্যাচ কম খেলেছে। আর ১২ ম্যাচে অষ্টম হারের স্বাদ পাওয়া এস্পানিওল আছে ১৭ নম্বরে। তাদের পয়েন্ট ১০।