কলকাতা, ২৩ আগস্ট : সেপ্টেম্বর মাসের প্রথম দিকে হায়দরাবাদে শুরু হচ্ছে ইন্টারকন্টিনেন্টাল কাপ। অংশ নিচ্ছে সিরিয়া এবং মরিশাসের মতো শক্তিশালী ফুটবল দলও। ফিফা তালিকা অনুযায়ী বর্তমানে ৯৩ নম্বরে রয়েছে সিরিয়া। অন্যদিকে ১৭৯ নম্বরে রয়েছে মরিশাস।
এই টুর্নামেন্টে এই দুই দেশের বিপক্ষে সাফল্য পাওয়াটাই এখন অন্যতম চ্যালেঞ্জ ভারতীয় দলের নতুন কোচ মানোলো মার্কুয়েজের কাছে। তাঁর তত্ত্বাবধানে ঘোষণা করা হয়েছে, ইন্টারকন্টিনেন্টাল কাপের স্কোয়াড। যেখানে এবার অধিনায়ক হিসেবে হয়তো দেখা যাবে গুরপ্রীত সিং সিন্ধুকে।
এই দলে ইস্টবেঙ্গল ফুটবল ক্লাব থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছেন যথাক্রমে গোলরক্ষক প্রভসুখান সিং গিল, ডিফেন্ডার আনোয়ার আলি, মিডফিল্ডার জিকসন সিং, নন্দকুমার সেকার, এবং নাওরেম মহেশ সিং। অন্যদিকে, মোহনবাগান সুপার জায়ান্ট থেকে জাতীয় দলে সুযোগ পেয়েছেন ডিফেন্ডার শুভাশিস বসু, আশিষ রাই, মিডফিল্ডার অনিরুদ্ধ থাপা, সাহাল আব্দুল সামাদ, লালেংমাওইয়া রাল্টে ওরফে আপুইয়া সহ দুই তরুণ ফরোয়ার্ড তথা মনবীর সিং ও লিস্টন কোলাসো।