Game

10 months ago

India super league match today: ইন্ডিয়ান সুপার লিগ : আজ জয়ের খোঁজে মোহনবাগান সুপার জায়েন্ট

India super league match today
India super league match today

 

কলকাতা, ১০ ফেব্রুয়ারি: ইন্ডিয়ান সুপার লিগে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন মোহনবাগান এবার মরসুমের শুরুটা দুর্দান্ত করলেও খেই হারিয়ে ফেলেছে। আইএসএলে দ্বিতীয় পর্ব শুরু হয়েছে কলকাতা ডার্বি দিয়ে। আইএসএলে হারের হ্যাটট্রিকের পর ডার্বি ম্যাচ ড্র। ডার্বি থেকেই দায়িত্ব নিয়েছেন নতুন কোচ হাবাস। শনিবার নতুন ম্যাচ। নতুন কোচ এলেও কি হবে টিমে সমস্যা চলছেই। চোট-কার্ড সমস্যা।

ডার্বি মোহনবাগান শিবিরের কাছে স্বস্তিরও ছিল। কারণ, প্রথম দলের একঝাঁক ফুটবলার ফিরেছিলেন। সেই স্বস্তি সাময়িক। ডার্বিতে দেখা গেল আবার চোট আনোয়ারের। চোট পেয়েছেন দলের বিদেশি ডিফেন্ডার ব্রেন্ডন হ্যামিলও। আজকের ম্যাচে আনোয়ার এবং হ্যামিলকে পাওয়া যাবে না। এর ওপর কার্ড সমস্যায় নেই দীপক টাংরি ও লিস্টন কোলাসো।

You might also like!