Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Game

3 years ago

Indian male hockey team returns : দেশে ফিরল রুপো জয়ী ভারতীয় পুরুষ হকি দল! দিল্লি বিমানবন্দরে উষ্ণ অভ্যর্থনা সমর্থকদের

Indian male hockey team returns
Indian male hockey team returns

 

নয়াদিল্লি, ১০ আগস্ট  : কমনওয়েলথ গেমসে ঐতিহাসিক রুপো পদক জিতে বুধবার দেশে ফিরেছে ভারতীয় পুরুষ হকি দল। দিল্লি বিমানবন্দরে সমর্থকরা দলকে উষ্ণ অভ্যর্থনা জানায়।

কমনওয়েলথ গেমস ২০২২ ফাইনাল ম্যাচে অস্ট্রেলিয়ার কাছে ৭-০ গোলে হেরে ভারতকে রুপো পদক নিয়েই সন্তুষ্ট থাকতে হয়েছিল। এর আগে ভারত গ্রুপ পর্বে কিছু দুর্দান্ত পারফরম্যান্সে ফাইনালে পৌঁছেছিল। ঘানাকে ১১-০ , কানাডার বিরুদ্ধে ৮-০ এবং ওয়েলসের বিরুদ্ধে ৪-১ হারিয়ে এবং ইংল্যান্ডের বিরুদ্ধে ৪-৪ ড্র করে ও সেমিফাইনালে দক্ষিণ আফ্রিকাকে ২-১ ব্যবধানে জয় করে ফাইনালে পৌঁছেছিল।

গত ২৮ জুলাই থেকে ৮ আগস্ট পর্যন্ত প্রায় ২০০ ভারতীয় ক্রীড়াবিদ বার্মিংহামে কমনওয়েলথ গেমসে ১৬টি বিভিন্ন খেলায় পদকের জন্য প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন। ভারত কমনওয়েলথ গেমস ২০২২-এ ৬১টি পদক (২২টি স্বর্ণ, ১৬টি রৌপ্য এবং ২৩টি ব্রোঞ্জ) নিয়ে চতুর্থ স্থান অর্জন করেছে।


You might also like!