Game

1 year ago

Rohit Sharma : হারের জ্বালা মেটেনি এখনো ,তার উপর পকেটেও টান পড়ল রোহিত অ্যান্ড বয়েস-র

Rohit Sharma
Rohit Sharma

 

দুরন্ত বার্তা ডিজিটাল ডেস্কঃ রবিবারের হারের যন্ত্রনা এখনো কাটেনি, তার উপর  নুন ছিটিয়ে ম্যাচ রেফারি জানিয়ে দিল মন্থর ওভার রেটের কারণে কেটে নেওয়া হল ম্যাচ ফি-র ৮০ শতাংশ। 

আইসিসি-র এলিট প্যানেল ম্যাচ রেফারি রঞ্জন মদুগালে জানিয়েছেন, নির্ধারিত সময়ে চার ওভার কম বল করেছে ভারতীয় দল। আইসিসি-র নিয়ম অনুযায়ী, নির্ধারিত সময়ের থেকে যত ওভার কম হবে, প্রতি ওভারের জন্য ২০ শতাংশ করে ম্যাচ ফি কাটানো হবে। সেই নিয়ম মেনেই ৮০ শতাংশ জরিমানা করা হয়েছে রোহিতদের। আর একটি ওভার কম করলে পুরো ম্যাচ ফি-টাই কাটা হত। রোহিত অপরাধ মেনে নিয়েছেন। ফলে কোনও শুনানি হচ্ছে না। 

টস জিতে ভারতকে ব্যাট করতে পাঠিয়েছিলেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতেই শিখর ধাওয়ানের উইকেট হারায় ভারত। মাত্র ৭ রান করে আউট হয়ে যান তিনি। মেহেদি হাসান মিরাজের বলে বোল্ড হন ধাওয়ান। তিন নম্বরে নেমে মাত্র ৯ রান করে আউট বিরাট কোহলি। ভারত অধিনায়ক রোহিত করেন ২৭ রান। নিউ জ়িল্যান্ডে ভাল খেলা শ্রেয়স আয়ার করেন মাত্র ২৪ রান। ৯২ রানের মধ্যে ৪ উইকেট হারায় ভারত।বাংলাদেশের হয়ে শেষ উইকেটের জুটিতে মেহেদি এবং মুস্তাফিজুর রহমান ৫১ রানের জুটি গড়েন। শেষ উইকেটটি নিতেই পারলেন না ভারতের কোনও বোলার। ম্যাচ জেতার খুব কাছে পৌঁছে গিয়েও হার মানতে হয় রোহিতদের। 

You might also like!