হানঝাউ, ২৭ সেপ্টেম্বর : এশিয়ান গেমসের ষষ্ঠ দিনের শেষে পদক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। তাদের ঝুলিতে রয়েছে মোট ১২টি পদক। ৩টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ এখনও পর্যন্ত জিতেছে ভারত।
এশিয়ার ৪৫টি দেশের মোট ১২ হাজার অ্যাথলিট গেমসে অংশ নিয়েছেন। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্ট চলবে। মোট ৪৮১টি ইভেন্ট হবে এশিয়ান গেমসে।
দেখে নেওয়া যাক এশিয়ান গেমসে ষষ্ঠ দিনের শেষে ভারত পদক তালিকায় কোথায়।
চিন:
সোনা :৫৩ রুপো:২৮
ব্রোঞ্জ:১৩ মোট:৯৪
দক্ষিণ কোরিয়া:
সোনা: ১৪ রুপো:১৬
ব্রোঞ্জ:১৯ মোট:৪৯
জাপান:
সোনা: ৮ রুপো:২০
ব্রোঞ্জ:১৮ মোট:৪৬
উজবেকিস্তান:
সোনা: ৫ রুপো:৬
ব্রোঞ্জ:১১ মোট:২২
হংকং:
সোনা:৫ রুপো:৪
ব্রোঞ্জ:১০ মোট:১৯
ভারত:
সোনা :৩ রুপো:৩
ব্রোঞ্জ:৬ মোট:১২