Game

1 year ago

Asian Games 2023: এশিয়ান গেমসের পদক তালিকায় ষষ্ঠ স্থানে ভারত, প্রথম পাঁচে কোন কোন দেশ

India is sixth in the Asian Games medal tally
India is sixth in the Asian Games medal tally

 

হানঝাউ, ২৭ সেপ্টেম্বর : এশিয়ান গেমসের ষষ্ঠ দিনের শেষে পদক তালিকায় ষষ্ঠ স্থানে রয়েছে ভারত। তাদের ঝুলিতে রয়েছে মোট ১২টি পদক। ৩টি সোনা, ৩টি রুপো ও ৬টি ব্রোঞ্জ এখনও পর্যন্ত জিতেছে ভারত।

এশিয়ার ৪৫টি দেশের মোট ১২ হাজার অ্যাথলিট গেমসে অংশ নিয়েছেন। ২৩ সেপ্টেম্বর থেকে ৮ অক্টোবর পর্যন্ত টুর্নামেন্ট চলবে। মোট ৪৮১টি ইভেন্ট হবে এশিয়ান গেমসে।

দেখে নেওয়া যাক এশিয়ান গেমসে ষষ্ঠ দিনের শেষে ভারত পদক তালিকায় কোথায়।

চিন:

সোনা :৫৩ রুপো:২৮

ব্রোঞ্জ:১৩ মোট:৯৪

দক্ষিণ কোরিয়া:

সোনা: ১৪ রুপো:১৬

ব্রোঞ্জ:১৯ মোট:৪৯

জাপান:

সোনা: ৮ রুপো:২০

ব্রোঞ্জ:১৮ মোট:৪৬

উজবেকিস্তান:

সোনা: ৫ রুপো:৬

ব্রোঞ্জ:১১ মোট:২২

হংকং:

সোনা:৫ রুপো:৪

ব্রোঞ্জ:১০ মোট:১৯

ভারত:

সোনা :৩ রুপো:৩

ব্রোঞ্জ:৬ মোট:১২


You might also like!