চেন্নাই, ১৫ সেপ্টেম্বর : চেন্নাইয়ে ১৯ তারিখ থেকে শুরু হচ্ছে ভারত বাংলাদেশ প্রথম টেস্ট। খেলা হবে চেন্নাইয়ের এমএ চিদাম্বরম স্টেডিয়ামে। এই স্টেডিয়ামের পিচ স্লো বলে পরিচিত। বাংলাদেশের জন্য কী ধরনের পিচ প্রস্তুত করবে ভারত, তা নিয়েই আলোচনা চলছে।
তবে চেন্নাইয়ের পিচের কৌশল বদলায়নি ভারত। অর্থাৎ স্লো উইকেটের পিচেই খেলবে রোহিত শর্মা। স্লো উইকেটের পিচ সাধারণত লাল মাটির হয়ে থাকে। প্রথম টেস্টের জন্য সেই লাল মাটির পিচই প্রস্তুত করেছে ভারত।
চেন্নাইয়ের পিচ স্পিনারদের জন্য সহায়ক। সে কথা মাথায় রেখেই স্কোয়াডে চারজন স্পিনার রেখেছে ভারত। এই চার স্পিনার হলেন- ডানহাতি রবিচন্দ্রন অশ্বিন, দুই বাঁহাতি অলরাউন্ডার রবিন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেল ও বাঁহাতি স্পিনার কুলদিপ যাদব।
অন্যদিকে বাংলাদেশ স্কোয়াডেও রয়েছে ৪ স্পিনার। তারা হলেন- বাঁহাতি অলরাউন্ডার সাকিব আল হাসান, অর্থোডক্স স্পিনার তাইজুল ইসলাম, ডানহাতি অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ ও ডানহানি স্পিনার নাইম হাসান।