Game

2 weeks ago

National Sports Day:সুস্থ নাগরিকই গড়ে তোলে সুস্থ সমাজ, জাতীয় ক্রীড়া দিবসে বার্তা মান্ডভিয়ার

National Sports Day (Symbolic Picture)
National Sports Day (Symbolic Picture)

 

নয়াদিল্লি, ২৯ আগস্ট: জাতীয় ক্রীড়া দিবসে মেজর ধ্যানচাঁদকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে বৃহস্পতিবার সকালে দিল্লির মেজর ধ্যানচাঁদ জাতীয় স্টেডিয়ামে মেজর ধ্যানচাঁদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করেছেন। কেন্দ্রীয় ক্রীড়া মন্ত্রী মনসুখ মান্ডভিয়া। পরে তিনি বলেন, দেশের সমস্ত নাগরিককে সুস্থ থাকতে হবে। সুস্থ নাগরিকই গড়ে তোলে সুস্থ সমাজ।

সাংবাদিকদের মুখোমুখি হয়ে কেন্দ্রীয় ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডভিয়া বলেছেন, "জাতীয় ক্রীড়া দিবস উপলক্ষে আমরা মেজর ধ্যানচাঁদকে পুষ্পস্তবক অর্পণ করেছি। আজ তাঁর জন্মবার্ষিকী এবং আমরা এই দিনটিকে জাতীয় ক্রীড়া দিবস হিসেবে পালন করছি। দেশের নাগরিকদের সুস্থ থাকতে হবে। সুস্থ নাগরিকই গড়ে তোলে সুস্থ সমাজ, আর সুস্থ সমাজ গড়ে তোলে সমৃদ্ধ দেশ। ২০৪৭ সালে বিকশিত ভারত গড়ে তোলার জন্য, প্রত্যেক নাগরিকের সুস্থ থাকা নিশ্চিত করতে, প্রত্যেকের ফিট থাকা অপরিহার্য। ফিট থাকার জন্য খেলাধুলায় লিপ্ত হওয়া গুরুত্বপূর্ণ। সুতরাং, সমস্ত নাগরিকদের নিজেদের ব্যস্ত সময়সূচী থেকে এক ঘন্টা সময় বের করে নিজেদের আগ্রহের খেলা খেলতে হবে এবং ফিট থাকতে হবে। আমিও আজ এক ঘণ্টা ফুটবল খেলব।"

You might also like!