Game

3 months ago

Habas is the coach of Inter Kashi:ইন্টার কাশীর কোচ হলেন হাবাস

Habas is the coach of Inter Kashi
Habas is the coach of Inter Kashi

 

কলকাতা, ২৫ জুলাই : দ্বিতীয় পর্বে গত মরশুমে মোহনবাগানের কোচিং এ ফিরে সবুজ-মেরুন শিবিরকে আইএসএল লিগ-শিল্ড দিয়েছিলেন হাবাস। দুটি পর্বে মোহনবাগানে কোচ ছিলেন হাবাস। তাঁর ঝুলিতে আছে দুটো আইএসএল খেতাবও। দুটি আইএসএল খেতাবই মোহনবাগানকে দিয়েছিলেন। এবারও মোহনবাগানের কোচ হওয়ার কথা ছিল। কিন্তু সবকিছু উলটপালট হয়ে গেল। এবার আর মোহনবাগানের কোচ থাকছেন না হাবাস। চমক দিয়ে ইন্টার কাশীর কোচ হলেন আন্তোনিও লোপেজ হাবাস।

গত মরশুমে থেকেই আই লিগ খেলেছে ইন্টার কাশী। ইন্টার কাশী উত্তর প্রদেশের প্রথম পেশাদার ক্লাব। গত মরশুমে তারা লিগে চতুর্থ হয়েছিল। ডুরান্ডের পরেই তিনি দায়িত্ব গ্রহণ করবেন।

You might also like!