Country

6 days ago

Virendra Sachdeva: দিল্লিতে দূষণ রুখতে ১০ বছরে কিছুই করেনি কেজরিওয়াল সরকার : বীরেন্দ্র সচদেবা

Virendra Sachdeva
Virendra Sachdeva

 

নয়াদিল্লি, ২১ অক্টোবর : দিল্লিতে দূষণ পরিস্থিতির জন্য দিল্লি সরকারের তীব্র সমালোচনা করলেন দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা। সোমবার সাংবাদিকদের প্রশ্নের উত্তরে বীরেন্দ্র সচদেবা বলেছেন, দিল্লিতে দূষণ রুখতে ১০ বছরে কিছুই করেনি কেজরিওয়াল সরকার। অক্টোবর মাসেই দূষণের কবলে রাজধানী দিল্লি। দূষিত হয়ে উঠেছে যমুনা নদীর জলও। এই পরিস্থিতির মধ্যেই বিজেপি ও আম আদমি পার্টির মধ্যে শুরু হয়েছে বাক-যুদ্ধ।

এই পরিস্থিতিতে সোমবার সকালে দিল্লি বিজেপির সভাপতি বীরেন্দ্র সচদেবা বলেছেন, "জাতীয় রাজধানীতে প্রচণ্ড ধোঁয়াশা রয়েছে। অরবিন্দ কেজরিওয়ালের শাসনে দিল্লির অবস্থা খারাপ হয়েছে। গত ১০ বছরে তাঁরা দিল্লির দূষণ নিয়ন্ত্রণে কোনও পদক্ষেপ নেয়নি। এএপি সরকার অনেক দুর্নীতি করেছে। দিল্লিতে স্যুয়ারেজ ট্রিটমেন্ট প্ল্যান্টগুলি কাজ করছে না, যে কারণে যমুনা নদীর উপর বিষাক্ত ফেনা ভাসতে দেখা যাচ্ছে। দিল্লিতে প্রতিদিন ৩১০০ টন সিএন্ডডি বর্জ্য অপরিশোধিত রেখে দেওয়া হচ্ছে। দিল্লিতে দূষণ বৃদ্ধির জন্য তাঁরা পঞ্জাব থেকে খড়বিচুলি পোড়ানোকে দায়ী করছেন না এবং পঞ্জাব সরকারের অদক্ষতা আড়াল করছেন।"

You might also like!